ইব্রাহিম মিন্টু স্টাফ রিপোর্টার চট্টগ্রামঃ
পবিত্র রমজান মাসে মোহরা পাঠানপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটি ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে প্রতিদিন ৫০০ জন রোজাদারদের মাঝে মাসব্যাপী ইফতারের আয়োজন করা হয়েছে। প্রতিদিন বাদে আছর থেকে কোরআন তেলোয়াত ও নাতে রাসুল (দঃ) মধ্যে দিয়ে খতমে খাজেগান শরীফ, খতমে গাউছিয়া শরীফ, বিভিন্ন মাশায়েল শিক্ষা ও মিলাদ সিয়ামের মাধ্যমে মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব ইউনুছ খাঁনের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ লোকমানের সঞ্চালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রত্যেক দিন আলোচনায় অংশ নেন অত্র মসজিদের খতিব ও আল-আমিন বারিয়া কামিল মডেল মাদ্রাস’র মুহাদ্দিস আলহাজ্ব মৌলনা মুহাম্মদ নিজাম উদ্দীন আল কাদেরী। এতে প্রত্যেক দিন উপস্থিত থাকেন অত্র মসজিদ কমিটির সদস্যবৃন্দ মোহাম্মদ আব্দুল মন্নান, মোহাম্মদ ইউসুফ, মোঃ আব্দুল বারী, মোহাং ইলিয়াছ জমিদার, মোঃ জামাল উদ্দিন, মোঃ ইলিয়াছ, আহমদ আব্দুস সুক্কুর সোলেমান, মোঃ নুরুল আব্বাস, মোহাং জাহাঙ্গীর মোঃ ছালে জহুর, মোঃ আব্দুর রহমান, মাহাবু মেম্বার, মোঃ জসিম উদ্দিন, মোঃ জাহেদুল ইসলাম, প্রত্যেক দিন ৫০০ জন রোজদারদের জন্য ইফতারের আয়োজন মাসব্যাপী চলমান থাকবে। উক্ত ইফতার মাহফিলে সমাজের বিভিন্ন শ্রেণির রোজাদারগণ অংশগ্রহণ করে থাকেন।