মোঃ মুকবুল হোসেন, গজারিয়া : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ ৩ আসনে ধানের শীর্ষ ও নৌকা মার্কার প্রার্থী একই আসন থেকে নির্বাচিত দুই জনই সাবেক এমপি। মুন্সীগঞ্জের সদর থানা ও গজারিয়া উপজেলা নিয়ে এই আসন গঠিত। নির্বাচন ইতিহাসে বিএনপি প্রার্থী আব্দুল হাই পাঁচ পাঁচ সংসদ সদস্য হয়েছেন এ আসনে।আওয়ামীলীগ প্রার্থী এ্যাডঃ মৃনাল কান্তি দাস গত সংসদ নির্বাচনে বিনাপ্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন। দেশের বড় দুই দল আওয়ামীলীগ ও বিএনপি দেয়া প্রার্থী দুইজনই নিজ নিজ দলের জনপ্রিয় এবং এলাকায় সুপরিচিত।সাবেক এমপি আব্দুল হাইকে ধানের শীর্ষ প্রার্থী দেয়ায় এ আসনে সকল স্থরের বিএনপি অঙ্গ-সংগঠনের নেতা কর্মীদের মনে ভোট যুদ্ধে জয়লাভের মৃদু আনন্দ হ্ওায়া শুরু হয়েছে।
অপর দিকে আওয়ামীলীগ থেকে সাবেক এমপি এ্যাডঃ মৃনাল কান্তি দাসকে দ্বিতীয় বারে নৌকার মাঝি করা হয়েছে এ আসনে। দুই প্রার্থীই জনপ্রিয় সুপরিচিত থাকায় ভোট যুদ্ধ হবে হাড্ডাহাড্ডি লড়াই।গজারিয়া উপজেলার আওয়ামী শ্রমিকলগের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন সাংগঠনিক সম্পাদক ইসরাফিল সরকার জানান আওয়ামীলীগ নেতা কর্মীদের প্রত্যাশা দলীয় বিভেদ ভূলে এক হয়ে কাজ করলে এবারও নৌকার জয় সুনিশ্চিত।