বোলপুরে এরকমই এক এলাকায় সন্ধ্যা নামতেই শুরু হল ব্যাডমিন্টন খেলা। হঠাৎ করেই খেলতে দেখা গেল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। চাদর গায়ে কোর্টে নেমে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন তাকে খুব একটা সহজ প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখলে ভুল হবে। ফোরহ্যান্ড, ব্যাকহ্যান্ড, স্ম্যাশ একের পর এক আক্রমণ আছড়ে পড়ছিল প্রতিপক্ষের ওপর।
নতুন বছরের শুরুতেই ফের জেলা সফরে বেরিয়ে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন তিনি বীরভূমে। গত বুধবার বোলপুরের গীতাঞ্জলি অডিটোরিয়ামে জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। জেলার উন্নয়নমূলক কাজের গতিপ্রকৃতি সম্পর্কে যেমন সবিস্তারে খোঁজ খবর নিয়েছেন, তেমনি প্রশাসনিক আধিকারিকদের একগুচ্ছ নির্দেশও দিয়েছেন তিনি। বোলপুর থেকে বৃহস্পতিবার ইলামবাজারে পৌঁছান মুখ্যমন্ত্রী। সেখানে দিনভর কর্মসূচি ছিল তাঁর। ইলামবাজারে বাউল উৎসবের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানুয়ারিতে রাজ্য সরকারী কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার ঘোষণা করেছেন তিনি। শীতের রাতে খোলা জায়গা পেলেই লাইট লাগিয়ে ব্যাডমিন্টন খেলতে নেমে পড়েন এলাকার ছেলে-ছোকরাও। কখনও কখনও তাতে শামিল হন প্রবীণরাও। বৃহস্পতিবার রাতে ইলামবাজারে সরকারি আধিকারিকদের সঙ্গে ব্যাডমিন্টন খেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও! তাঁর ফেসবুক পেজে সেই ভিডিও পোস্টও করা হয়েছে।
সর্বস্বত্ব © ২০১৯ মাতৃভূমির খবর কর্তৃক সংরক্ষিত