আমিনুল ইসলাম আল-আমিন: ‘মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি’ এই স্লোগানে ১৭-২৩ জুলাই সারাদেশে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার (১৭ জুলাই) সকালে চাঁদপুরের মতলব উত্তর উপলজেলা মৎস্য সেক্টরের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎকরণীয় বিষয়ে উপজেলা পরিষদের সভাকক্ষে সাংবাদিকদের সাথে উপজেলা প্রশাসনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির আহ্বায়ক শারমিন আক্তার। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় সাংবাদিকদের মধ্যে উন্মুক্ত আলোচনা করেন, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি রাকিবুল ইসলাম সোহাগ, সিনিয়র সহ-সভাপতি একেএম গোলাম নবী খোকন, সাধারণ সম্পাদক জাকির হোসেন বাদশা, সাংগঠনিক সম্পাদক আরাফাত আল-আমিন, সদস্য কামরুজ্জামান হারুন, সাইফুল ইসলাম, সাংবাদিক শহিদুল ইসলাম খোকন, সাংবাদিক শফিক রানা, সাজ্জাদ হোসেন প্রমুখ। সভায় মৎস্য বিষয়ক আলোচনায় উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন ইউএনও শারমিন আক্তার। জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনে ও মৎস্য উন্নয়নে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন তিনি। এছাড়াও উপস্থিত সাংবাদিকগণ মৎস্য বিষয়ক আলোচনা করেন ও মৎস্য উন্নয়নে মতামত ব্যক্ত করেন।
সংবাদ শিরোনাম ::
মতলব উত্তরে মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময়
-
মাতৃভূমির খবর ডেস্ক
- আপডেট টাইম ০৫:৫১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০১৯
- ৮১০ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ