ঢাকা ০৫:২১ অপরাহ্ন, শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রামপালে ইসলাম ধর্মকে নিয়ে কটুক্তি করায় এক যুবক গ্রেফতার বরুড়ায় ২১ মামলার আসামি মনির ডাকাত অস্ত্র ও গুলি সহ পুলিশের হাতে গ্রেফতার “মাঠ দরকার, না দোকান মেজর চাকলাদার (অব.)” কুমিল্লার মিডল্যান্ড হসপিটালে এক রোগীর শরীরে ‘এ পজেটিভ’ রক্তের পরিবর্তে ‘বি পজেটিভ’ রক্ত ট্রান্সফিউশন করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে “বাংলাদেশ-ভিয়েতনাম অর্থনৈতিক সহযোগিতা জোরদারে বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার গুরুত্বারোপ “ “মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রতি আইজিপি, ঈদ উপলক্ষে অপরাধ দমনে জোরালো, কার্যক্রম গ্রহণের নির্দেশ” বাগেরহাট জেলা যুবদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা আবারো গ্রেপ্তার। নড়াইলে ১২ ঘন্টার মধ্যে খুনিকে গ্রেফতার করায় আইজিপি অর্থ পুরস্কার পেল নড়াইল জেলা পুলিশ। কেএমপি’র সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ কর্তৃক হারিয়ে যাওয়া ৪৩ (তেতাল্লিশ) টি মোবাইল ফোন উদ্ধারপূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর সজ্জনরা সাংবাদিকতায় আসলে দেশ বদলাবে: চসিক মেয়র

ভালুকায় ভরাট হওয়া খাল উদ্ধারের দাবীতে মানববন্ধন

ফাইল ছবি

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় (২২ নভেম্বর) বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের ধামশুর ও আখালিয়া গ্রামবাসী ভূমি দস্যু ও ফ্যাক্টরী কর্তৃক জবর দখল হওয়া ধোবাজান খাল পুনঃ উদ্ধারের দাবীতে উপজেলা পরিষদের সামনে মানব বন্ধন কর্মসূচী পালন করেছে।

মানববন্ধন শেষে এলাকবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক বরাবরে স্বারক লিপি প্রদান করেন। মানব বন্ধনে অংশ নেয়া এলাকাবাসী অভিযোগ করেন বহুকাল পূর্ব হতে ভালুকার খীরু নদী থেকে ধোবাজান নামে প্রবাহমান একটি অতি পুরানো খাল দক্ষিনে ধামশুর হয়ে বিরামনগর, আখালিয়া গ্রামের উপর দিয়ে কনজিউমার মিলের উত্তরে ঢাকা ময়মনসিংহ মহা সড়কের একটি ব্রীজের নীচ দিয়ে বেতিয়াহাঙ্গুন খাল হয়ে দক্ষিনে কাঠালী এলাকায় পুনরায় খীরু নদীতে মিলিত হয়েছে। বর্ষাকালে এ খালদিয়ে উজানের ঢলের পানি খীরু নদীতে নেমে যায়। অপর দিকে শুকনো মৌসুমে এই খালের পানি জমিতে সেচ দিয়ে রবিশস্য সহ বিভিন্ন ফসল উৎপাদনের কাজে লাগানো হয়। গত কয়েক বছর ধরে এলাকার কতিপয় ভূমি জবর দখল কারী ফ্যাক্টরী মালিকদের সাথে আতাত করে খালের বেশীর ভাগ অংশে মাটি ভরাট ও বিল্ডিং নির্মাণ করে খালটির অস্তিত্ব বিলীন করে দিয়েছে। সম্প্রতি আরটি কম্পোজিট মিলের মালিক আব্দুর রাজ্জাকের নামীয় একটি সাইনবোর্ড ওই এলাকার হেলাল শিকদার লোকজন নিয়ে খালের দক্ষিন অংশে মিজানুর রহমান পাঠান গংদের জমিতে স্থাপন করে জমি দখলে নেয়ার চেষ্টা করে। এতে করে খালটি সম্পুর্ণরুপে বন্ধ হওয়ার উপক্রম হয়ে পরেছে। মানব বন্ধনে অধ্যাপক নাজিম উদ্দীন পাঠান, মোস্তুফা খান, শহীদুল ইসলাম, জসীম উদ্দীন পাঠান বক্তব্য রাখেন।

এলাকাবাসীর দাবী জরুরী ভিত্তিতে জনস্বার্থে জবর দখল হওয়া সরকারী খালটি উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হউক।

Tag :
জনপ্রিয় সংবাদ

রামপালে ইসলাম ধর্মকে নিয়ে কটুক্তি করায় এক যুবক গ্রেফতার

ভালুকায় ভরাট হওয়া খাল উদ্ধারের দাবীতে মানববন্ধন

আপডেট টাইম ০৫:৩৫:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ নভেম্বর ২০১৮

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় (২২ নভেম্বর) বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের ধামশুর ও আখালিয়া গ্রামবাসী ভূমি দস্যু ও ফ্যাক্টরী কর্তৃক জবর দখল হওয়া ধোবাজান খাল পুনঃ উদ্ধারের দাবীতে উপজেলা পরিষদের সামনে মানব বন্ধন কর্মসূচী পালন করেছে।

মানববন্ধন শেষে এলাকবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক বরাবরে স্বারক লিপি প্রদান করেন। মানব বন্ধনে অংশ নেয়া এলাকাবাসী অভিযোগ করেন বহুকাল পূর্ব হতে ভালুকার খীরু নদী থেকে ধোবাজান নামে প্রবাহমান একটি অতি পুরানো খাল দক্ষিনে ধামশুর হয়ে বিরামনগর, আখালিয়া গ্রামের উপর দিয়ে কনজিউমার মিলের উত্তরে ঢাকা ময়মনসিংহ মহা সড়কের একটি ব্রীজের নীচ দিয়ে বেতিয়াহাঙ্গুন খাল হয়ে দক্ষিনে কাঠালী এলাকায় পুনরায় খীরু নদীতে মিলিত হয়েছে। বর্ষাকালে এ খালদিয়ে উজানের ঢলের পানি খীরু নদীতে নেমে যায়। অপর দিকে শুকনো মৌসুমে এই খালের পানি জমিতে সেচ দিয়ে রবিশস্য সহ বিভিন্ন ফসল উৎপাদনের কাজে লাগানো হয়। গত কয়েক বছর ধরে এলাকার কতিপয় ভূমি জবর দখল কারী ফ্যাক্টরী মালিকদের সাথে আতাত করে খালের বেশীর ভাগ অংশে মাটি ভরাট ও বিল্ডিং নির্মাণ করে খালটির অস্তিত্ব বিলীন করে দিয়েছে। সম্প্রতি আরটি কম্পোজিট মিলের মালিক আব্দুর রাজ্জাকের নামীয় একটি সাইনবোর্ড ওই এলাকার হেলাল শিকদার লোকজন নিয়ে খালের দক্ষিন অংশে মিজানুর রহমান পাঠান গংদের জমিতে স্থাপন করে জমি দখলে নেয়ার চেষ্টা করে। এতে করে খালটি সম্পুর্ণরুপে বন্ধ হওয়ার উপক্রম হয়ে পরেছে। মানব বন্ধনে অধ্যাপক নাজিম উদ্দীন পাঠান, মোস্তুফা খান, শহীদুল ইসলাম, জসীম উদ্দীন পাঠান বক্তব্য রাখেন।

এলাকাবাসীর দাবী জরুরী ভিত্তিতে জনস্বার্থে জবর দখল হওয়া সরকারী খালটি উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হউক।