শার্শা(যশোর)প্রতিনিধিঃ বেনাপোল সীমান্ত থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রফিকুল ইসলাম (৩৮) ও হাবিবুর রহমান (২৭) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ৪৯ যশোর বিজিবি ব্যাটালিয়নের রঘুনাথপুর ক্যাম্পের সদস্যরা। রবিবার (২৮ জুলাই) দুপুরে বেনাপোল পোর্ট থানাধীন রঘুনাথপুর সীমান্ত থেকে তাদের আটক করা হয়। আটক রফিকুল ইসলাম বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের মাওলা মিয়ার ছেলে ও হাবিবুর রহমান একই গ্রামের আব্দুল সাত্তারের ছেলে। যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মাদক পাচারকারীরা ভারত থেকে ইয়াবা ট্যাবলেট এনে সীমান্তের হাসানের আম বাগানে পাশে মজুত করেছে। এমন সময় সেখানে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।
সংবাদ শিরোনাম ::
বেনাপোল সীমান্তে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
-
মাতৃভূমির খবর ডেস্ক
- আপডেট টাইম ০৬:৩৩:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০১৯
- ৮৬৮ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ