কেরানীগঞ্জ প্রতিনিধি : বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত দুই যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর ঢাকার ফরাশগঞ্জ এবং মিলব্যারাক এলাকায় বুড়িগঙ্গার ঘাট থেকে অজ্ঞাত ওই যুবকদের লাশ দুটি উদ্ধার করে।অজ্ঞাত লাশ দুটির বয়স আনুমানিক ৩০ ও ৩৫ বছর।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহজামান বলেন, অজ্ঞাত দুই যুবকের লাশ বুড়িগঙ্গায় পাওয়া গেছে। তবে কীভাবে তাদের মৃত্যু হয়েছে সেটা বলা যাচ্ছে না। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে।
সর্বস্বত্ব © ২০১৯ মাতৃভূমির খবর কর্তৃক সংরক্ষিত