ধামরাই, প্রতিনিধি : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২০ (ধামরাই) আসনে বি.এন.পির প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম কিনলেন (বাংলাদেশ জাতীয়তাবাদীদল) বি.এন.পির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রধান উপদেষ্টা চার চারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য ব্যারিষ্টার জিয়াউর রহমান। গতকাল সোমবার দুপুরে ধামরাই উপজেলার স্থানীয় বি.এন.পির নেতাকর্মীদের নিয়ে নয়া পল্টনের বি.এন.পির দলীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম কিনেন।
এ ব্যাপারে ব্যারিষ্টার জিয়াউর রহমান খান বলেন, ঢাকা -২০ আসনের জনগণের প্রাণের দাবি হিসেবে আমি আবারও বি.এন.পির মনোনয়ন ফরম কিনেছি। দীর্ঘদিন ধরে এলাকায় মানুষের জন্য কাজ করছি। তাদের পাশে রয়েছি। আশা করি অতীতের ন্যায় এবারও দলীয় মনোনয়ন পাবো। ধানের শীষ বিজয়ের ব্যাপারেও শতভাগ আশাবাদ ব্যক্ত করেন তিনি। তিনি আরো বলেন, বাংলাদেশে হারানো গণতন্ত্রকে পুনঃরুদ্ধার করতে দেশের সকল বি.এন.পি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান এবং তিনি আশা ব্যক্ত করেন, সুষ্ঠ নির্বাচনের মধ্য দিয়ে এবার বি.এন.পি ক্ষমতায় আসবে।
সর্বস্বত্ব © ২০১৯ মাতৃভূমির খবর কর্তৃক সংরক্ষিত