রাহাদ হোসাইন ভূইয়া, আনিসুল ইসলাম পলাশঃ রাজধানীতে বাংলাদেশ নিউজ এডিটরস গিল্ড (বিএনইজি) ও মিডিয়া জার্নালিস্ট ক্লাব অব বাংলাদেশ এমজেসিবি)’র উদ্যোগে প্রতিবছের মত এবারেও রমজানের খাদ্য সামগ্রী ছোলা, মুশরির ডাল, চিনি, তৈল, মুড়ি শতাধিক মানুষের মাঝে বিতরণ করা হয় | বিতরণ প্রাককালে সংগঠন দ্বয়ের সভাপতি দৈনিক মাতৃভূমির খবরের বার্তা সম্পাদক মোঃ মইনুল ইসলাম বাদল চৌধুরী বলেন, অসহায় মানুষ যাতে কয়েকদিন তার পরিবার নিয়ে ইফতার বানিয়ে খেতে পারে সেই ছোট প্রয়াস খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতা করা | সাপ্তাহিক যায়সময়ের ভারপ্রাপ্ত সম্পাদক খালেক খান বলেন, সমাজের উচ্চবিত্তের উচিত অসহায়দের পাশে থাকা | সাংবাদিক তাজীমুল হক বলেন,রমজানের এই প্রয়াস প্রতি বছর অব্যাহত থাকবে | এসময় উপস্থিত ছিলেন বিএনইজির সাধারণ সম্পাদক আনজুমান আরা, যুগ্ম সম্পাদক নাসির উদ্দীন, নির্বাহী সদস্য মিজানুর রহমান | এমজেসিবির সাধারণ সম্পাদক রারজানা সুলতানা, যুগ্ম সম্পাদক আব্দুল খালেক লাভলু, দপ্তর সম্পাদক রিপন হাওলাদার, নির্বাহী সদস্য আবদুর রাজ্জাক |
সংবাদ শিরোনাম ::
বিএনইজি ও এমজেসিবি’র উদ্যোগে ইফতারের খাদ্য সামগ্রী বিতরন —
-
মাতৃভূমির খবর ডেস্ক
- আপডেট টাইম ০৯:০৬:১৫ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩
- ৫২৮ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ