মাতৃভূমির খবর ডেস্কঃ বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) জোয়ার সাহারা বাস ডিপোর ব্যবস্থাপক মো. নূর আলমের আশ্বাসে শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে। আজ বুধবার বেলা পৌঁনে ১২টার দিকে ধর্মঘট তুলে নেওয়ার ঘোষণা দেন তারা।
এর আগে সকালে ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপ কমিশনার মুস্তাক আহমেদ ডিপোতে গিয়ে কর্তৃপক্ষের প্রতিশ্রুতির কথা জানিয়ে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানান। প্রতিশ্রুতি পাওয়ার পর আন্দোলনরত চালক ও শ্রমিকরা ধর্মঘট তুলে নেওয়ার ঘোষণা দেন। এর পর ডিপো থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যান তারা।
এর আগে গতকাল মঙ্গলবার বকেয়া বেতনের দাবিতে বিআরটিসির জোয়ার সাহারা ডিপোতে তালা ঝুলিয়ে দেন চালক-শ্রমিকরা। পরে বিআরটিসির চেয়ারম্যান ফরিদ আহমেদ ভূঁইয়া মঙ্গলবার বিকেলে ডিপোতে গিয়ে তিন মাসের মধ্যে বেতন পরিশোধের আশ্বাস দিলেও শ্রমিকরা আন্দোলন চালিয়ে দেওয়ার ঘোষণা দেন। বুধবার সকালে ডিপোতে এসে আবারও তারা বিক্ষোভ শুরু করেন।
মাতৃভূমির খবর/এইচ এস
সর্বস্বত্ব © ২০১৯ মাতৃভূমির খবর কর্তৃক সংরক্ষিত