সরিষাবাড়ী প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে ভিক্ষা করে বাড়ী ফেরা হল না ৫৫ বয়সী খলিলের। গতকাল মঙ্গলবার নিজ বাড়ী থেকে উপজেলার কামরাবাদ ইউনিয়নের হুদুর মোড়ে ভিক্ষা করতে এসে হঠাৎ অসুস্থ্য হয়ে তাৎক্ষনিক মৃত্য বরণ করেন। ভিক্ষুকেরর পরিচয় জানতে স্থানীয়রা নিহতের ছবি ফেইসবুকে পোষ্ট করেন। ফেইসবুকের বরাতে এ খবর পেয়ে সরিষাবাড়ীর থানা পুলিশ ও নিহতের পরিবারের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হন। পরে খলিলের লাশ পরিবার পরিজনের নিকট হস্তান্তর করেন সরিষাবাড়ী থানার এস আই গোলাম সাকলায়েন।
নিহত ব্যাক্তি সরিষাবাড়ী পৌরসভার চকবাঙ্গালী মহল্লার মৃত মনির উদ্দিনের ছেলে খলিল(৫৫)বলে জানা গেছে। খলিল সংসারের অভাব-অনচনের কারণে দীর্ঘদিন যাবৎ ভিক্ষা করে স্ত্রী ও কন্যা কে নিয়ে জীবন যাপন করে আসছিলেন।
উল্লেখ্য, সরিষাবাড়ী উপজেলার ৮টি ইউনিয়নে ভিক্ষুক পূর্নবাসন তালিকায় ৩৮২ জন ভিক্ষুক থাকলেও পৌরসভা এলাকার কোন ভিক্ষুক তালিকা না থাকায় নিহত খলিল ভিক্ষুক পূর্নবাসনের তালিকায় নেই বলে জানা গেছে।
সর্বস্বত্ব © ২০১৯ মাতৃভূমির খবর কর্তৃক সংরক্ষিত