ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন সোনারগাঁয়ের বিশিষ্ট সমাজসেবক মোঃ জাহাঙ্গীর আলম মাদারীপুরের কালকিনিতে জেলা প্রশাসকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ীকে দাপ্তরিক দায়িত্ব দিয়ে আবারো বিতর্কে জড়ালো বরিশাল দক্ষিণ জেলা বিএনপি চন্দনাইশ প্রেস ক্লাবের ইফতার সামগ্রী বিতরণ টাঙ্গাইলে র‌্যাবের অভিযানে ফেনসিডিল সহ ৫ মাদক কারবারি আটক মোহরা পাঠানপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে মাসব্যাপী ইফতারের আয়োজন টাঙ্গাইলে সুবিধাবঞ্চিতদের প্রতিদিন ইফতার দিচ্ছে শিশুদের জন্য ফাউন্ডেশন টাঙ্গাইল আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক ক্যামেরা দেখে দৌঁড়ে পালালো রামপালে ইসলাম ধর্মকে নিয়ে কটুক্তি করায় এক যুবক গ্রেফতার বরুড়ায় ২১ মামলার আসামি মনির ডাকাত অস্ত্র ও গুলি সহ পুলিশের হাতে গ্রেফতার

বাজারে প্রবেশ করল দেশীয় মোবাইল ফাইভ স্টার

এম এস আই জুয়েল পাঠানঃ   গাজীপুরের নিজস্ব কারখানায় সংযোজিত দেশীয় ফাইভ স্টার মোবাইল এখন বাজারে। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ওই কোম্পানীর মোবাইল ফোন বাজারে ছাড়া হয়েছে।

এ উপলক্ষে গাজীপুরের ছয়দানা মালেকের বাড়ি এলাকায় স্থাপিত ফাইভ স্টার মোবাইল কারখানা ভবনে বৃহস্পতিবার বিকেলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. অলিউল্লাহ ও ব্যবস্থাপনা পরিচালক ডা. ওমর ফারুক কেক কাটেন।

চেয়ারম্যান মো. অলিউল্লাহ জানান, কারখানায় বর্তমানে চারটি মডেলের মোবাইল ফোন প্রস্তুত হচ্ছে। এ গুলো হচ্ছে পি৮, জিআর৩, ওয়াই৩ ও জিআর৭। তাদের প্রথম দুইটিতে ১০০০মি.অ্যামপিয়ার ব্যাটারি, ভিজিএ ক্যামেরা, এফএম রেডিও (লাউড), বিগ স্পীকার, এমপি থ্রি মিউজিক প্লেয়ার, ডিসপ্লে ১.৭৭ইঞ্চি। খুচরা মূল্য-৬৯০ টাকা।
এছাড়া ওয়াই৩ সেটের ব্যাটারি ১৪০০ মিলি অ্যামপিয়ার, ভিজিএ ক্যামেরা, এফএম রেডিও (লাউড), বিগ স্পীকার, এমপি থ্রি মিউজিক প্লেয়ার, ডিসপ্লে ২.৮ ইঞ্চি। মূল্য- জিআর৭-সেটের ব্যাটারি ৬০০০মিলি অ্যাম্পিয়ার, (পাওয়ার ব্যাংক হিসেবে ব্যবহার করা যাবে), বিগ টর্চ, বিগ স্পিকার, এমপি থ্রি মিউজিক প্লেয়ার, ডিসপ্লে ২.৮ ইঞ্চি। মূল্য- ব্যবস্থাপনা পরিচালক ডা. ওমর ফারুক বলেন, সারাদেশে বিভিন্ন জেলায় ২১টি সার্ভিস সেন্টারের মাধ্যমে সেটগুলোর একবছরের বিক্রয়োত্তর সেবা দেয়া হচ্ছে। জানুয়ারি থেকে ফাইভস্টার উৎপাদিত পণ্যগুলো তিন মাসের রিপ্লেসমেন্টের সুবিধা দেয়া হবে। আগামি জানুয়ারিতে কমমূল্যে স্মার্ট ফোন এবং ট্যাবলেট পিসিও বাজারজাত করার আশা রয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন সোনারগাঁয়ের বিশিষ্ট সমাজসেবক মোঃ জাহাঙ্গীর আলম

বাজারে প্রবেশ করল দেশীয় মোবাইল ফাইভ স্টার

আপডেট টাইম ০২:৫৬:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ডিসেম্বর ২০১৮
এম এস আই জুয়েল পাঠানঃ   গাজীপুরের নিজস্ব কারখানায় সংযোজিত দেশীয় ফাইভ স্টার মোবাইল এখন বাজারে। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ওই কোম্পানীর মোবাইল ফোন বাজারে ছাড়া হয়েছে।

এ উপলক্ষে গাজীপুরের ছয়দানা মালেকের বাড়ি এলাকায় স্থাপিত ফাইভ স্টার মোবাইল কারখানা ভবনে বৃহস্পতিবার বিকেলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. অলিউল্লাহ ও ব্যবস্থাপনা পরিচালক ডা. ওমর ফারুক কেক কাটেন।

চেয়ারম্যান মো. অলিউল্লাহ জানান, কারখানায় বর্তমানে চারটি মডেলের মোবাইল ফোন প্রস্তুত হচ্ছে। এ গুলো হচ্ছে পি৮, জিআর৩, ওয়াই৩ ও জিআর৭। তাদের প্রথম দুইটিতে ১০০০মি.অ্যামপিয়ার ব্যাটারি, ভিজিএ ক্যামেরা, এফএম রেডিও (লাউড), বিগ স্পীকার, এমপি থ্রি মিউজিক প্লেয়ার, ডিসপ্লে ১.৭৭ইঞ্চি। খুচরা মূল্য-৬৯০ টাকা।
এছাড়া ওয়াই৩ সেটের ব্যাটারি ১৪০০ মিলি অ্যামপিয়ার, ভিজিএ ক্যামেরা, এফএম রেডিও (লাউড), বিগ স্পীকার, এমপি থ্রি মিউজিক প্লেয়ার, ডিসপ্লে ২.৮ ইঞ্চি। মূল্য- জিআর৭-সেটের ব্যাটারি ৬০০০মিলি অ্যাম্পিয়ার, (পাওয়ার ব্যাংক হিসেবে ব্যবহার করা যাবে), বিগ টর্চ, বিগ স্পিকার, এমপি থ্রি মিউজিক প্লেয়ার, ডিসপ্লে ২.৮ ইঞ্চি। মূল্য- ব্যবস্থাপনা পরিচালক ডা. ওমর ফারুক বলেন, সারাদেশে বিভিন্ন জেলায় ২১টি সার্ভিস সেন্টারের মাধ্যমে সেটগুলোর একবছরের বিক্রয়োত্তর সেবা দেয়া হচ্ছে। জানুয়ারি থেকে ফাইভস্টার উৎপাদিত পণ্যগুলো তিন মাসের রিপ্লেসমেন্টের সুবিধা দেয়া হবে। আগামি জানুয়ারিতে কমমূল্যে স্মার্ট ফোন এবং ট্যাবলেট পিসিও বাজারজাত করার আশা রয়েছে।