শেখ মিরানুজ্জামান,বাগেরহাট জেলা প্রতিনিধি:
বাগেরহাট জেলা যুবদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা কে আবারো নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার ৩০শে মার্চ মধ্যরাতে তাকে গ্রেপ্তার করে।বাগেরহাট জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোল্লা আতিকুর রহমান রাসেল জানান রাত ২টার দিকে সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের ৩০ থেকে ৩৫ জনের একটি দল বাড়ি ঘিরে ফেলে তখন পরিবারের সবাই ঘুমাচ্ছিল।পরবর্তীতে তারা দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে সুজন মোল্লা কে গ্রেফতার করে নিয়ে যায়।আমাদের বাসার প্রায় দুই ঘন্টা অভিযান পরিচালনা করে।সে সময় বাসার লোকজন আতঙ্কিত হয়ে পড়ে।আজ দুপুরে তাকে আদালতে সোপর্দ করলে সিনিয়র জুনিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসাদুল ইসলামের আদালত তার জামিন নামঞ্জুর করে কারা ঘরে প্রেরণের নির্দেশ দেন।তার নামে মামলা থাকলেও কোন মামলায় ওয়ারেন্ট নাই।পবিত্র মাহে রমজানের তাকে আটক করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
জেলা পুলিশের মিডিয়া সেলের ইন্সপেক্টর আশরাফুল ইসলাম জানান,সুজন মোল্লাকে নাশকতার সুনির্দিষ্ট অভিযোগে মোড়েলগঞ্জ থানার একটি মামলায় ডিবি পুলিশেরএকটি দল রাত ১:৩০ মিনিটের সময় তার বাড়ি থেকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে একাধিক মামলা তদন্তাধীন ও আদালতে বিচারাধীন রয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সুজন মোল্লা গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দফতরের দায়িত্বে নিয়োজিত কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত একপ্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
সংবাদ শিরোনাম ::
বাগেরহাট জেলা যুবদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা আবারো গ্রেপ্তার।
-
মাতৃভূমির খবর ডেস্ক
- আপডেট টাইম ১১:০৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩
- ৫২৩ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ