ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ০৪ জুন ২০২৩, ২০ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
“হাতিরঝিল সাংবাদিক ফোরাম গঠিত” মতলব উত্তরে পথসভা অনুষ্ঠিত ছেংগারচর পৌর নির্বাচনে নৌকার প্রার্থীর বিজয়ের বিকল্প নেই : নুরুল আমিন রুহুল এমপি চট্টগ্রাম মাদারবাড়ী প্রিমিয়ার ফুটবল লীগের হাজী মোক্তার আহমেদের শুভ সূচনা নবনির্বাচিত কাউন্সিলর আলহাজ্ব মোঃ আতাউর রহমান ছেংগারচর পৌরসভার নির্বাচন ২০২৩ নৌকাকে বিজয়ী করতে হবে —নুরুল আমিন রুহুল এমপি চট্টগ্রাম ১০ আসনের সাবেক মন্ত্রী ডাঃ আফসারুল আমিনের মৃত্যুতে ১৫ নং বাগমনিরাম ওয়ার্ড এর শোক কবির চৌধুরী ছিলেন দলের একজন পরীক্ষিত সৈনিক কালিয়াকৈরে মসজিদের ধানকে কেন্দ্র করে আহত আট। চট্টগ্রাম ফিরিঙ্গী বাজার ওয়ার্ডয়ে করোনা যোদ্ধাদের সংবর্ধন অনুষ্ঠানে আ জ ম নাছির শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষক নির্বাচিত হলেন রিফাত শিকদার

বাগেরহাটে খানজাহান আলী (রহঃ) মাজারে দুইদিন ব্যাপি ওরশ শুরু

বাগেরহাট প্রতিনিধি :   বাগেরহাট খানজাহান আলী (রহঃ) মাজারে দুই দিন ব্যাপি বাৎসরিক ওরশ শুরু হয়েছে। শনিবার (২৪ অগ্রহায়ন)  শুরু হওয়া এ ওরশ মোবারক রবিবার (২৫ অগ্রহায়ন) রাতে শেষ হবে। প্রতিবছর বাংলা সনের ২৪ ও ২৫ অগ্রহায়ন দুইদিন ব্যাপি ওরশ পালিত হয় এ মাজারে। ওরশ উপলক্ষে হাজার হাজার ভক্ত ও দর্শনার্থীরা ভিড় জমিয়েছে মাজার প্রাঙ্গনে। যে যার মত মনের আশা পূর্ন লাভের জন্য কামেল পীর খানজাহান আলী (রহ) এর স্মরণে জিকির করছেন। এ দুইদিনে হাজার হাজার দর্শক এখানে আসেন। তারা প্রত্যেকে নিজেদের খাবার নিয়ে আসেন। কেউ কেউ আবার মাজারে নিজেদের ব্যবস্থাপনায় রান্না করে খায়। মাজারে আসা ভক্ত ও দর্শনার্থীরা জানান, অনেক দূর-দূরান্ত থেকে আমরা প্রতিবছরই এখানে আসি। এখানে এসে আল্লাহ-র সন্তুষ্টির জন্য জিকির আজগর করি। এখানে আসলে মনটা ভাল হয়ে যায়। এখানে সব ধর্মের ও বর্ণের দর্শনার্থীরা আসেন।

বাগেরহাট মাজারের প্রধান খাদেম ফকির শের আলী বলেন, প্রায় সাড়ে ৫‘শ বছর ধরে বাগেরহাটের খানজাহান আলী মাজারে বাৎস্যরিক ওরশ মোবারক পালিত হয়। এ দুই দিনে লাক্ষ লাক্ষ ভক্ত ও দর্শনার্থীরা এখানে ভীড় জমায় সৃষ্টি কর্তার সন্তুষ্টির জন্য।  শুরু হওয়ার আগের দিনই বিভিন্ন জেলা থেকে দর্শনার্থী ও ভক্তবৃন্দরা সমাগম হয়। শনিবার সকালে ফজরের নামাজের পর থেকেই এ ওরশের কার্যক্রম শুরু হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

“হাতিরঝিল সাংবাদিক ফোরাম গঠিত”

বাগেরহাটে খানজাহান আলী (রহঃ) মাজারে দুইদিন ব্যাপি ওরশ শুরু

আপডেট টাইম ০২:৪১:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৮ ডিসেম্বর ২০১৮

বাগেরহাট প্রতিনিধি :   বাগেরহাট খানজাহান আলী (রহঃ) মাজারে দুই দিন ব্যাপি বাৎসরিক ওরশ শুরু হয়েছে। শনিবার (২৪ অগ্রহায়ন)  শুরু হওয়া এ ওরশ মোবারক রবিবার (২৫ অগ্রহায়ন) রাতে শেষ হবে। প্রতিবছর বাংলা সনের ২৪ ও ২৫ অগ্রহায়ন দুইদিন ব্যাপি ওরশ পালিত হয় এ মাজারে। ওরশ উপলক্ষে হাজার হাজার ভক্ত ও দর্শনার্থীরা ভিড় জমিয়েছে মাজার প্রাঙ্গনে। যে যার মত মনের আশা পূর্ন লাভের জন্য কামেল পীর খানজাহান আলী (রহ) এর স্মরণে জিকির করছেন। এ দুইদিনে হাজার হাজার দর্শক এখানে আসেন। তারা প্রত্যেকে নিজেদের খাবার নিয়ে আসেন। কেউ কেউ আবার মাজারে নিজেদের ব্যবস্থাপনায় রান্না করে খায়। মাজারে আসা ভক্ত ও দর্শনার্থীরা জানান, অনেক দূর-দূরান্ত থেকে আমরা প্রতিবছরই এখানে আসি। এখানে এসে আল্লাহ-র সন্তুষ্টির জন্য জিকির আজগর করি। এখানে আসলে মনটা ভাল হয়ে যায়। এখানে সব ধর্মের ও বর্ণের দর্শনার্থীরা আসেন।

বাগেরহাট মাজারের প্রধান খাদেম ফকির শের আলী বলেন, প্রায় সাড়ে ৫‘শ বছর ধরে বাগেরহাটের খানজাহান আলী মাজারে বাৎস্যরিক ওরশ মোবারক পালিত হয়। এ দুই দিনে লাক্ষ লাক্ষ ভক্ত ও দর্শনার্থীরা এখানে ভীড় জমায় সৃষ্টি কর্তার সন্তুষ্টির জন্য।  শুরু হওয়ার আগের দিনই বিভিন্ন জেলা থেকে দর্শনার্থী ও ভক্তবৃন্দরা সমাগম হয়। শনিবার সকালে ফজরের নামাজের পর থেকেই এ ওরশের কার্যক্রম শুরু হয়।