মাতৃভূমির খবর রির্পোট : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন নতুন মন্ত্রিসভার সদস্যরা।আজ মঙ্গলবার সকালে দিকে ধানমন্ডি ৩২-এ মন্ত্রিসভার মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে মন্ত্রিসভার সদস্যরা সেখানে কিছুক্ষণ নীরবতা পালন করেন। নীরবতা পালন শেষে ফাতেহা পাঠ ও দোয়া অনুষ্ঠিত হয়।পরে মন্ত্রিসভার সদস্যরা বেলা দশটার দিকে বাসে চড়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা দেন। সেখানে বেলা ১১টায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্বাধীনতা সংগ্রামের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন তারা।