অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ডও পাকিস্তানের কাছে টি-টোয়েন্টিতে অসহায় আত্মসমর্পণ করল। দুই ট্রান্স তাসমান দেশকেই হোয়াইটওয়াশ করার আনন্দে ভাসল পাকিস্তানিরা। কিউইদের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বাবর আজম ও মোহাম্মদ হাফিজের হাফসেঞ্চুরিতে ১৬৬ রান করে তারা। তারপর স্পিনারদের ঘূর্ণিতে মাত্র ২৩ রানে শেষ ৮ উইকেট হারায় নিউজিল্যান্ড। ৪৭ রানের এই দুর্দান্ত জয়ে কিউইদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল পাকিস্তান। গতকাল রবিবার রাতে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরুতে ব্যাট করে তিন উইকেট হারিয়ে পাকিস্তান ১৬৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৭৯ রান করেন বাবর আজম। দ্বিতীয় সর্বোচ্চ ৫৩ রান আসে মোহম্মদ হাফিজের ব্যাট থেকে। এ ছাড়া ফকর জামান ১১ ও সোয়েব মালিক ১৯ রান করেন।
সর্বস্বত্ব © ২০১৯ মাতৃভূমির খবর কর্তৃক সংরক্ষিত