ইস্টাপ রিপোর্টারঃ মতলব পৌরসভার ৩নং ওয়ার্ড সরকারি হাসপাতাল রোড থেকে থানার সামনে দিয়ে নদী পর্যন্ত ড্রেনের কাজটি বন্ধ করে দিলেন উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এএইচএম গিয়াস উদ্দিন। গতকাল ১৫ জুলাই দুপুরে উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শনকালে নির্মান সামগ্রী নিম্নমানের হওয়ার তা বন্ধ করে দেন তিনি। সরেজমিনে দেখা যায়, নির্মান সামগ্রী অত্যন্ত নিম্নমানের হওয়ায় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এএইচএম গিয়াস উদ্দিন কাজ না করার জন্য বলেন। এছাড়াও কার্যাদেশ অনুযায়ী কাজ করার জন্য বলেন। নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করা যাবে না বলে তিনি জানান। এ সময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মবিন সুজনসহ সাংবাদিকবৃন্দ। স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে মতলব দক্ষিণ উপজেলা প্রকৌশলী চেয়ারম্যান এইচএম গিয়াস উদ্দিন,ভাইস চেয়ারম্যান মবিন সুজন. থানার সামনের ড্রেনের কাজটি বন্ধ করে দিলেন ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনে গিয়ে নিম্নমানের ইট দিয়ে কাজের সত্যতা পান তিনি। দেখা যায়, পুরো ড্রেনের পাশে দেওয়া হয়েছে ২-৩ নম্বর ইট। তাছাড়া বালুর পরিমাণও বেশি দেওয়া হয়েছে। প্রকৌশলী ঠিকাদারকে ওই রাস্তার খোয়া পরিবর্তন করে ভালোমানের খোয়া ব্যবহার করতে বললেও জানা গেছে, ঠিকাদার খোয়া পরিবর্তন না করেই কাজ শেষ করছেন মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন বলেন, কাজটি ওয়ার্ড কাউন্সিলর কিশোর কুমার ঘোষকে দেয়া হয়েছ। নির্মান সামগ্রী নিম্নমানের হলে কাজ বন্ধ থাকবে। ঠিকাদার কেউই নিম্নমানের কাজ করতে পারবে না। বিষয়টি আমি দেখবো
সংবাদ শিরোনাম ::
নির্মান সামগ্রী নিম্নমানের হওয়ায় মতলব পৌরসভার ড্রেনের কাজ বন্ধ করে দিলেন উপজেলা চেয়ারম্যান
-
মাতৃভূমির খবর ডেস্ক
- আপডেট টাইম ০৫:২৮:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯
- ৮৫৪ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ