মাতৃভূমির খবর ডেস্ক: নারায়ণগঞ্জের আড়াইহাজারে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় চারজনের লাশ উদ্ধার করেছে আড়াহাজার থানা পুলিশ। রোববার ভোরে পুলিশ ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচরুখী এলাকা থেকে লাশ ৪টি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে লাশের পরিচয় জানা যায়নি। তবে তাদের বয়স ৩০ থেকে ৪০ মধ্যে।
আড়াহাজার থানার ওসি মুহাম্মদ আব্দুল হক জানান, রোববার ফজরের নামাজের পর ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশগুলো উদ্ধার করেন তারা। লাশের মাথা ও শরীরে গুলির চিহ্ন রয়েছে। ঘটনাস্থলে দু’টি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে।
ওসি আরও জানান, লাশগুলো সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, দুই পক্ষের গোলাগোলিতে এই ঘটনা ঘটেছে।