মো. নেয়ামত উল্লাহ (নবীনগর): ভালো ছাত্রের পাশাপাশি ভালো মানুষ গড়তে চাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক আলোচনা সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহম্মেদ কলেজে এ-সভা অনুষ্ঠিত হয়।
এসময় কলেজের অধ্যক্ষ সৈয়দ আব্দুল কাইয়ূমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার জাকির আহম্মেদ।
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েমুল হক সুমন, রুপালী ব্যাংক লিমিটেডের মহা-ব্যাবস্থাপক মো. আব্দুর রহিম, উপ-মহাব্যবস্থাপক সাফায়েত হোসেন ও জয়া চৌধুরী, সহকারী মহা-ব্যাবস্থাপক মো. ইলিয়াস হোসেন সহ আরো আনেকে।