শেরপুর প্রতিনিধি: কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন, আমরা কাজ করি মানুষের জন্য, যাতে করে মানুষের জীবনটা সহজ হয়। শনিবার (২৭ জুলাই) দুপুরে তার নির্বাচনী এলাকা শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত একঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা করেন। চেল্লাখালী ও ভোগাই নদীর বাঁধ নির্মাণ এবং শাসন সম্পর্কিত বিষয়ে ইঙ্গিত করে তিনি বলেন, চর কেটে দিলে পানি ছল ছল করে নেমে যায়। নদীকে শাসন না করে তার মতো করে বইতে দিলে নদী ঠিক থাকে । পানি হলো সোহাগী। তাকে আদর করে হাত বুলিয়ে বইতে দিলে ভাল। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলম ছাড়াও উপজেলা আওয়ামী লীগ, কৃষক লীগ ও যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিন তিনি পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে নালিতাবাড়ী উপজেলার রুপনারায়নকুড়া ও মরিচপুরান ইউয়িনের ৯ম শ্রেণির টপ ফোর ২৮ জন মেয়ে শিক্ষার্থীর মাঝে নিজ তহবিল থেকে শাড়ি, ৪ শ দুঃস্থের মাঝে ট্রাউজার, গেঞ্জি ও শার্ট এবং ২০ জন গ্রাম পুলিশের মাঝে পাঞ্জাবী উপহার দেন। এছাড়াও নকলা পৌরসভা ও উপজেলার ৯ টি ইউনিয়নে তিনি একইভাবে ঈদ উপহার বিতরণ করেন।
সংবাদ শিরোনাম ::
নদীকে শাসন নয়, বইতে দিতে হয় : মতিয়া চৌধুরী
-
মাতৃভূমির খবর ডেস্ক
- আপডেট টাইম ০৫:১৮:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০১৯
- ৮৪৬ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ