মাতৃভূমির খবর রির্পোট : বিশিষ্ট সাংবাদিক ও দৈনিক মানবকণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক আবু বকর চৌধুরী আর নেই। তিনি আজ মঙ্গলবার ভোরে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৪ বছর। আজ মঙ্গলবার ভোর ৫টা ১৫ মিনিটে রাজধানীর ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুমের পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার ভোরে নিজ বাসায় স্ট্রোক করেন আবু বকর চৌধুরী। এ সময় নিকটতম ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাজধানীর ধানমণ্ডি ১২/এ সড়কে আত তাকওয়া মসজিদে আজ বাদ জোহর আবু বকর চৌধুরীর জানাজা অনুষ্ঠিত হবে। আজিমপুর কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
১৯৬৪ সালের ঢাকায় জন্মগ্রহণ করেন আবু বকর চৌধুরী। ১৯৯১ সালে সাপ্তাহিক প্রত্যায়ন পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। পরের বছর যোগ দেন সাপ্তাহিক খবরে। ১৯৯৫ সালে যোগ দেন আজকের কাগজে। ২০০৯ সালে প্রধান বার্তা সম্পাদক হিসেবে যোগ দেন আমাদের সময়ে। এরপর সকালের খবর ও সমকালের বার্তা সম্পাদক হিসেবেও কিছুদিন কাজ করেন আবু বকর চৌধুরী। আবু বকর চৌধুরী ২০১২ সালে বার্তা সম্পাদক হিসেবে ‘দৈনিক মানবকণ্ঠে’ যোগদান করেন। এরপর ২০১৫ সালের সেপ্টেম্বর মাস থেকে তিনি পত্রিকাটির বার্তা সম্পাদকের পাশাপাশি ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৭ সালে তিনি নির্বাহী সম্পাদক হন। পরবর্তীতে ২০১৭ সালের সেপ্টেম্বর মাস থেকে পুনরায় তিনি দৈনিক মানবকণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।