ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
“বিএনপির মধ্যেই সংকট : তথ্যমন্ত্রী” টাঙ্গাইলে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে জেলা প্রশাসনের বাজার মনিটরিং নড়াইলে চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার, মালামাল উদ্ধার গজারিয়া উপজেলা বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান জুয়েল সরকারের বিরুদ্ধে অনাস্থা দিয়েছে ১১ জন ইউপি সদস্য মালদ্বীপে জমকালো আয়োজনে আওয়ামী যুবলীগ সভাপতি রাসেল আহমেদের জন্মদিন পালন। দেশের ৪৯৩ টি উপজেলায় ৩৯ হাজার ৩৬৫ টি পরিবারকে বিনামূল্যে জমি সহ ঘর হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী বাউফলে কিশোর গং এর হাতে জোড়া খুন আহত ১। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিঘলিয়া, খুলনার আয়োজনে কৃষক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। আব্দুল মালেক স্মৃতি একাডেমিতে বার্ষিক ক্রীড়ার পুরুস্কার বিতরন ও বৃত্তির সনদ প্রদান অনুষ্ঠিত সাদিকুর রহমান সেন্টুসহ সোনারগাঁ বিএনপির ৪ নেতা কারাগারে

টাটা মটরস ও নিটল মটরস যৌথভাবে বাংলাদেশের বাজারে নিয়ে এলো টাটা LPT 1212 

মাসুদ হাসান রিদম :  টাটা মটরস এর একমাত্র ডিষ্টিবিউটর নিটল মটরস বাজারে নিয়ে এলো মাঝারি ধরনের বাণিজ্যিক গাড়ি টাটা LPT 1212 । বাংলাদেশে বাণিজ্যিক গাড়ির অগ্রগামী ক্রেতাদের দিকে লক্ষ্য রেখে এই গাড়ীটির ডিজাইন করা হয়েছে। এই গাড়িটির পারফরমেন্স এবং লোডিং ক্যাপাসিটি অতুলনীয়।

বাংলাদেশের জন্য কার্গো পরিবহন ব্যাবস্থার সঠিক সমাধান হলো TATA LPT 1212 যা মাঝারি ধরনের ট্রাক হিসেবে গণ্য। পরীক্ষিত ইঞ্জিন লাইফ এবং মেরামত যোগ্যতা সম্পন্ন সুপরিচিত এবং নির্বরযোগ্য 497 TCIC কমন রেইল ইঞ্জিন সন্তোষজনক ভাবে ট্রাকটির চালিকা শক্তি। নতুন এই গাড়ির নকশা এমন ভাবে করা হয়েছে যা অধিক পারফরমেন্স ও বর্ধিত জ্বালানি সাশ্রয়ের ব্যাপারটি নিশ্চিত করে এবং যাতে শব্দ ও ঝাঁকুনির মাত্রা কম হল।

মঙ্গলবার বিকালে রাজধানীর ইন্টার কন্টিনাল হোটেলে এই গাড়িটি উদ্বোধন করেছেন বাণিজ্য মন্ত্রী জনাব টিপু মুনসী। এই সময় উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন আসিফ শামীম , রিজেনাল ম্যানেজার , সার্ক ( Saarc ), ইন্টারন্যাশনাল বিজনেস, কমার্শিয়াল ভিহিকলস, টাটা মটরস এবং নিটল-নিলয় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব মুসাব্বের আহম্মেদ।

গাড়িটি উদ্বোধনের সময় মন্ত্রী সঙ্গে উপস্থিত ছিলেন নিটল-নিলয় গ্রুপ চেয়ারম্যান জনাব আব্দুল মাতলুব আহম্মেদ, জনাব রুদ্ররুপ মিত্র, হেড, ইন্টারন্যাশনাল বিজনেস, কমার্শিয়াল ভিহিকলস, টাটা মটরস।

উদ্বোধন অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রী টিপু মুনষী বলেন আমার জানা মতে মাতলুব সাহেব এই গাড়ির বাজারে দীর্ঘ চল্লিশ বছর ধরে ব্যাবসা করছেন। আমি রাস্তায় তিনটা গাড়ি দেখলে তার মধ্যে দুইটা গাড়ি দেখা যায় টাটা মটরস। তাই আমার মনে হয় আমাদের দেশের ষাট শতাংশ অংশ টাটা মটরস দখল করে নিয়েছে। এটা আমাদের দেশের জন্য ভালো লক্ষন।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দশ বছর ধরে দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন দিক উন্নয়ন হয়েছে। রাস্তায় আমরা নামলে দেখতে পাই কত নতুন গাড়ি নেমেছে। সেটা আমাদের জেলার রাস্তায় যাতায়াত করলে বুঝতে পারা যায়। এই থেকে আমরা বুঝতে পারি বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের রিফলেকসন বা প্রতিচ্ছবি।

অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রী বলেন বাংলাদেশের এই ধরনের গাড়ি তৈরি করে মার্কেটিং করলে যেমন কর্মসংস্থান সৃষ্টি হবে তেমনি আমাদের দেশের উন্নয়ন হবে। তাই আমি দেশে বিনিয়োগ করার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি।

উদ্বোধন অনুষ্ঠানে আব্দুল মাতলুব আহম্মেদ চেয়ারম্যান, নিটল-নিলয় গ্রুপ, বলেন এখন পর্যন্ত আমাদের সাফল্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো দৈশিক অভিজ্ঞতার সাথে শক্তিশালী ডিলার নেটওয়ার্ক এর সংযোজন। আমরা আত্মবিশ্বাসী যে, টাটা LPT 1212 এর মাধ্যমে এদেশের মাঝারি আকারের ট্রাকের জগতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে এবং একটি উল্লেখযোগ্য মার্কেট শেয়ার দখল করতে পারবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

“বিএনপির মধ্যেই সংকট : তথ্যমন্ত্রী”

টাটা মটরস ও নিটল মটরস যৌথভাবে বাংলাদেশের বাজারে নিয়ে এলো টাটা LPT 1212 

আপডেট টাইম ০২:১৬:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জানুয়ারী ২০১৯

মাসুদ হাসান রিদম :  টাটা মটরস এর একমাত্র ডিষ্টিবিউটর নিটল মটরস বাজারে নিয়ে এলো মাঝারি ধরনের বাণিজ্যিক গাড়ি টাটা LPT 1212 । বাংলাদেশে বাণিজ্যিক গাড়ির অগ্রগামী ক্রেতাদের দিকে লক্ষ্য রেখে এই গাড়ীটির ডিজাইন করা হয়েছে। এই গাড়িটির পারফরমেন্স এবং লোডিং ক্যাপাসিটি অতুলনীয়।

বাংলাদেশের জন্য কার্গো পরিবহন ব্যাবস্থার সঠিক সমাধান হলো TATA LPT 1212 যা মাঝারি ধরনের ট্রাক হিসেবে গণ্য। পরীক্ষিত ইঞ্জিন লাইফ এবং মেরামত যোগ্যতা সম্পন্ন সুপরিচিত এবং নির্বরযোগ্য 497 TCIC কমন রেইল ইঞ্জিন সন্তোষজনক ভাবে ট্রাকটির চালিকা শক্তি। নতুন এই গাড়ির নকশা এমন ভাবে করা হয়েছে যা অধিক পারফরমেন্স ও বর্ধিত জ্বালানি সাশ্রয়ের ব্যাপারটি নিশ্চিত করে এবং যাতে শব্দ ও ঝাঁকুনির মাত্রা কম হল।

মঙ্গলবার বিকালে রাজধানীর ইন্টার কন্টিনাল হোটেলে এই গাড়িটি উদ্বোধন করেছেন বাণিজ্য মন্ত্রী জনাব টিপু মুনসী। এই সময় উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন আসিফ শামীম , রিজেনাল ম্যানেজার , সার্ক ( Saarc ), ইন্টারন্যাশনাল বিজনেস, কমার্শিয়াল ভিহিকলস, টাটা মটরস এবং নিটল-নিলয় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব মুসাব্বের আহম্মেদ।

গাড়িটি উদ্বোধনের সময় মন্ত্রী সঙ্গে উপস্থিত ছিলেন নিটল-নিলয় গ্রুপ চেয়ারম্যান জনাব আব্দুল মাতলুব আহম্মেদ, জনাব রুদ্ররুপ মিত্র, হেড, ইন্টারন্যাশনাল বিজনেস, কমার্শিয়াল ভিহিকলস, টাটা মটরস।

উদ্বোধন অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রী টিপু মুনষী বলেন আমার জানা মতে মাতলুব সাহেব এই গাড়ির বাজারে দীর্ঘ চল্লিশ বছর ধরে ব্যাবসা করছেন। আমি রাস্তায় তিনটা গাড়ি দেখলে তার মধ্যে দুইটা গাড়ি দেখা যায় টাটা মটরস। তাই আমার মনে হয় আমাদের দেশের ষাট শতাংশ অংশ টাটা মটরস দখল করে নিয়েছে। এটা আমাদের দেশের জন্য ভালো লক্ষন।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দশ বছর ধরে দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন দিক উন্নয়ন হয়েছে। রাস্তায় আমরা নামলে দেখতে পাই কত নতুন গাড়ি নেমেছে। সেটা আমাদের জেলার রাস্তায় যাতায়াত করলে বুঝতে পারা যায়। এই থেকে আমরা বুঝতে পারি বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের রিফলেকসন বা প্রতিচ্ছবি।

অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রী বলেন বাংলাদেশের এই ধরনের গাড়ি তৈরি করে মার্কেটিং করলে যেমন কর্মসংস্থান সৃষ্টি হবে তেমনি আমাদের দেশের উন্নয়ন হবে। তাই আমি দেশে বিনিয়োগ করার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি।

উদ্বোধন অনুষ্ঠানে আব্দুল মাতলুব আহম্মেদ চেয়ারম্যান, নিটল-নিলয় গ্রুপ, বলেন এখন পর্যন্ত আমাদের সাফল্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো দৈশিক অভিজ্ঞতার সাথে শক্তিশালী ডিলার নেটওয়ার্ক এর সংযোজন। আমরা আত্মবিশ্বাসী যে, টাটা LPT 1212 এর মাধ্যমে এদেশের মাঝারি আকারের ট্রাকের জগতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে এবং একটি উল্লেখযোগ্য মার্কেট শেয়ার দখল করতে পারবে।