মাতৃভূমির খবর ডেস্কঃ জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান এস এম ফখর-উজ-জামান-কে কেন্দ্রীয় প্রেসিডিয়ামের সদস্য নিয়োগ করা হয়েছে।পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এই পদোন্নতিপত্রে স্বাক্ষর করেছেন।
পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক এই সিদ্ধান্ত ইতোমধ্যেই কার্যকর হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গতকাল বৃহস্পতিবার দুপুরে এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এ তথ্য জানান।
এদিকে রংপুর জেলা জাপার দফতর সম্পাদক খোরশেদ আলম জানান, মিঠাপুকুর জাপার আহ্বায়ক ও জেলার সাধারণ সম্পাদক এস.এম ফখর উজ-জামান জাহাঙ্গীরকে প্রেসিডিয়াম সদস্য মনোনীত করায় পার্টির চেয়ারম্যানকে শুভেচ্ছা জানিয়েছেন মহানগর জাপার সভাপতি।
এ ছাড়া ও প্রেসিডিয়াম সদস্য, সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও মহানগরের সাধারণ সম্পাদক এস.এম ইয়াসির, জেলা জাপার যুগ্ম সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাকসহ মহানগর ও জেলার নেতারা অভিনন্দন জানান।