আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় প্রবল বর্ষণজনিত আকস্মিক বন্যায় অন্তত ৯ জন নিহত হয়েছেন।জাকার্তার গভর্নর আনিস বাসওয়াদেন এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, বুধবার স্থানীয় সময় বিকাল ৪টা পর্যন্ত অন্তত ১৯ হাজার মানুষকে জাকার্তার আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। জাকার্তায় বৃষ্টি থেমে গেছে, এখন আমরা পানি কমার অপেক্ষায় আছি।
আরো পড়ুন: যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ
মঙ্গলবার দিবাগত রাতব্যাপী প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় জাকার্তা ও পার্শ্ববর্তী শহরগুলোর কয়েক হাজার মানুষ ঘর ছাড়তে বাধ্য হয়েছেন।
ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থা (বিএনপিবি) জানিয়েছে, জাকার্তা এবং আশে পাশের শহরগুলোতে বৃষ্টিপাতের ফলে বন্যায় অন্তত নয়জন মারা গেছেন। তাদের মধ্যে অধিকাংশই হাইপোথার্মিয়ায় (শরীরের তাপমাত্রা দ্রুত কমতে থাকা) মারা গেছেন। এক কিশোর বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহত হয়েছেন। এ অবস্থায় জাকার্তায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।
টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, জাকার্তার রাস্তায় গাড়িগুলো বন্যার পানিতে প্রায় সম্পূর্ণ নিমজ্জিত হয়ে গেছে এবং বুক ও কোমর সমান বন্যার নোংরা পানির মধ্য দিয়ে বাড়ি-ঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রের দিকে ছুটছেন। এদিকে বন্যার পানিতে বিমানের রানওয়ে ডুবে যাওয়ায় জাকার্তার অভ্যন্তরীণ হালিম বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে।
ইন্দোনেশিয়ায় সর্বশেষ ২০০৭ সালে ভয়াবহ বন্যা আঘাত হেনেছিল। তখন অন্তত ৫০ জন প্রাণ হারিয়েছিলেন।