ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
“বিএনপির মধ্যেই সংকট : তথ্যমন্ত্রী” টাঙ্গাইলে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে জেলা প্রশাসনের বাজার মনিটরিং নড়াইলে চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার, মালামাল উদ্ধার গজারিয়া উপজেলা বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান জুয়েল সরকারের বিরুদ্ধে অনাস্থা দিয়েছে ১১ জন ইউপি সদস্য মালদ্বীপে জমকালো আয়োজনে আওয়ামী যুবলীগ সভাপতি রাসেল আহমেদের জন্মদিন পালন। দেশের ৪৯৩ টি উপজেলায় ৩৯ হাজার ৩৬৫ টি পরিবারকে বিনামূল্যে জমি সহ ঘর হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী বাউফলে কিশোর গং এর হাতে জোড়া খুন আহত ১। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিঘলিয়া, খুলনার আয়োজনে কৃষক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। আব্দুল মালেক স্মৃতি একাডেমিতে বার্ষিক ক্রীড়ার পুরুস্কার বিতরন ও বৃত্তির সনদ প্রদান অনুষ্ঠিত সাদিকুর রহমান সেন্টুসহ সোনারগাঁ বিএনপির ৪ নেতা কারাগারে

ছাগলের নাম ‘সালমান খান’

ছাগলের নাম ‘সালমান খান’। ছাগলটির পেশির গঠন যেন একেবারে ‘রিংয়ের সুলতান’! আর খুব ছটফট করে! তাই তো আদর করে মালিক তার নাম দিয়েছেন ‘সালমান খান’। যেহেতু বলিউডের সুপারস্টারের নামে ছাগলটি, তাই এর দামও সেই রকম, পাঁচ লাখ রুপি! ভারতের উত্তর প্রদেশের গোরখপুরে ঈদ উপলক্ষে আয়োজিত হাটে ছাগলটি সবার চোখে পড়েছে। কেউ কিনুক আর না-ই কিনুক, হাটে আসা লোকজন অন্তত একবার এসে দেখে গেছেন ছাগল আর তার মালিককে। তবে ছাগলটি শেষ পর্যন্ত কত দামে বিক্রি হয়েছে কিংবা আদৌ বিক্রি হয়েছে কি না, তা জানা যায়নি।

কোরবানির পশুকে বলিউডের তারকা কিংবা ছবির নামে নাম দেওয়া নতুন ঘটনা নয়। এর আগেও এমন ঘটনা অনেক ঘটেছে। এর ফলে ঈদুল আজহার আগে বিক্রির জন্য হাটে আনা এসব পশুর দাম বেড়ে যায়, এই পশুর ব্যাপারে আকর্ষণ তৈরি হয়, সংবাদের শিরোনাম হওয়া যায়। এই যেমন বছর দুয়েক আগে এই উত্তর প্রদেশের এই গ্রামের পশু বিক্রির হাটে শাহরুখ খান আর সালমান খানের নামে ছাগল আনা হয়। তখন সানিয়া মির্জার নামে একটি ছাগলের নাম ছিল ‘সানিয়া’। তারকাদের নামের কারণে এসব ছাগলের দাম নিয়ে প্রতিযোগিতা হয়।

ওই বছর লক্ষ্ণৌয়ের সাদাতগঞ্জের হাটে হিন্দি ছবি ‘বরফি’ নামে যে ছাগলটি আনা হয়, তার ওজন ছিল ১২৫ কেজি। আর সেটি বিক্রি হয়েছিল দুই লাখ রুপিতে।

জানা গেছে, তারকাদের নামে হাটে বিক্রির জন্য যেসব পশু আনা হয়, সেই তারকারা এ ব্যাপারে মোটেই মাথা ঘামান না। কেউ হয়তো তা জানতেই পারেন না। যদি কখনো জানতে পারেন, তখন অবাক হন। ডেকান ক্রনিকল, টাইমস নাউ, ইন্ডিয়ান এক্সপ্রেস

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

“বিএনপির মধ্যেই সংকট : তথ্যমন্ত্রী”

ছাগলের নাম ‘সালমান খান’

আপডেট টাইম ০৭:২৯:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২২ অগাস্ট ২০১৮

ছাগলের নাম ‘সালমান খান’। ছাগলটির পেশির গঠন যেন একেবারে ‘রিংয়ের সুলতান’! আর খুব ছটফট করে! তাই তো আদর করে মালিক তার নাম দিয়েছেন ‘সালমান খান’। যেহেতু বলিউডের সুপারস্টারের নামে ছাগলটি, তাই এর দামও সেই রকম, পাঁচ লাখ রুপি! ভারতের উত্তর প্রদেশের গোরখপুরে ঈদ উপলক্ষে আয়োজিত হাটে ছাগলটি সবার চোখে পড়েছে। কেউ কিনুক আর না-ই কিনুক, হাটে আসা লোকজন অন্তত একবার এসে দেখে গেছেন ছাগল আর তার মালিককে। তবে ছাগলটি শেষ পর্যন্ত কত দামে বিক্রি হয়েছে কিংবা আদৌ বিক্রি হয়েছে কি না, তা জানা যায়নি।

কোরবানির পশুকে বলিউডের তারকা কিংবা ছবির নামে নাম দেওয়া নতুন ঘটনা নয়। এর আগেও এমন ঘটনা অনেক ঘটেছে। এর ফলে ঈদুল আজহার আগে বিক্রির জন্য হাটে আনা এসব পশুর দাম বেড়ে যায়, এই পশুর ব্যাপারে আকর্ষণ তৈরি হয়, সংবাদের শিরোনাম হওয়া যায়। এই যেমন বছর দুয়েক আগে এই উত্তর প্রদেশের এই গ্রামের পশু বিক্রির হাটে শাহরুখ খান আর সালমান খানের নামে ছাগল আনা হয়। তখন সানিয়া মির্জার নামে একটি ছাগলের নাম ছিল ‘সানিয়া’। তারকাদের নামের কারণে এসব ছাগলের দাম নিয়ে প্রতিযোগিতা হয়।

ওই বছর লক্ষ্ণৌয়ের সাদাতগঞ্জের হাটে হিন্দি ছবি ‘বরফি’ নামে যে ছাগলটি আনা হয়, তার ওজন ছিল ১২৫ কেজি। আর সেটি বিক্রি হয়েছিল দুই লাখ রুপিতে।

জানা গেছে, তারকাদের নামে হাটে বিক্রির জন্য যেসব পশু আনা হয়, সেই তারকারা এ ব্যাপারে মোটেই মাথা ঘামান না। কেউ হয়তো তা জানতেই পারেন না। যদি কখনো জানতে পারেন, তখন অবাক হন। ডেকান ক্রনিকল, টাইমস নাউ, ইন্ডিয়ান এক্সপ্রেস