চৌগাছা ,যশোর : যশোরের চৌগাছায় ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর একশ তম আউটলেটের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার সকাল দশটায় চৌগাছা বাজারস্থ্য সুজন নেটওয়ার্কের দ্বিতীয় তলায় অস্থায়ী কার্যালয়ে ফিতা কেটে উপস্থিত নেতৃবৃন্দ এই উদ্বোধনের কাজ সম্পন্ন করে। সকাল ১১ টায় ডিভাইন সেন্টারের হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ব্র্যাক ব্যাংক এর এজেন্ট ব্যাংকিং বিভাগের চৌগাছা মাষ্টার এজেন্ট আলমগীর কবিরের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বক্তব্য দেন ব্র্যাক ব্যাংক লিমিটেড এর এসএমই ব্যাংকিং বিভাগের প্রধান সৈয়দ আব্দুল মোমেন। এ সময় তিনি বলেন, ব্রাক ব্যাংকের ভিষণ হচ্ছে ব্যাংকিং সেবা বঞ্চিত মানুষের ব্যাংকিং সেবার আওতায় আনা। যার মাধ্যমে ব্যাংকিং সেবার ব্যাংকিং ক্ষেত্রে আমরা লিডার হতে চায়। এর জন্য তিনি একপর্যায়ে সকলের সহযোগিতা কামনা করেন। উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান নাজমুর রহিম, যশোর জোনাল সেটেলমেন্ট অফিসের সিনিয়র এসিসটেন্ট সেক্রেটারি হাসান হাবিব, আর আর এফ এর নির্বাহী পরিচালক ফিলিফ বিশাস, চৌগাছা সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, বাজার সমিতির সভাপতি এসএম শফিকুর রহমান, এজেন্ট ব্যাংকিং বিভাগের প্রধান নাজমুল হাসান প্রমূখ। এ সময় বাজারের ব্যবসায়ী, গণমাধ্যমেকর্মীসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নানা শ্রেণির পেশার লোকজন উপস্থিত ছিলেন।
সংবাদ শিরোনাম ::
চৌগাছায় ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর একশ তম আউটলেটের শুভ উদ্বোধন
-
মাতৃভূমির খবর ডেস্ক
- আপডেট টাইম ০৪:৫৬:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০১৯
- ৯০৮ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ