মোঃ মহিদুল ইসলাম (চৌগাছা,যশোর) যশোরের চৌগাছা থানা পুলিশের উদ্যোগে চৌগাছা উপজেলার বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে গুজব প্রতিরোধে কাজ করছেন পুলিশ। উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বড়খানপুর গ্রামে আজ বিকালে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিফাত খান রাজিবের নেতৃত্বে গুজব প্রতিরোধে এক জনসচেতনতা মূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেনের সভাপতিত্বে এই সমাবেশ এলাকার রাজনৈতিক, সামাজিক, পারিবারিক ও শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল পর্যায়ের গণ্যমান্য ও সাধারণ ব্যক্তি উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চৌগাছা থানা অফিসার ইনচার্জ রিফাত খান রাজিব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চৌগাছা থানার সেকেন্ড অফিসার সাইফুল ইসলাম, ইউপি সদস্য কামাল হোসেন মল্লিক, সাবেক ইউপি সদস্য আশাদুল ইসলাম, মারুফ হোসেন, নাসির উদ্দিন রাব্বি সহ বড়খানপুরের বিভিন্ন শ্রেনীর নানা পেশার মানুষ। চৌগাছা থানা পুলিশের পক্ষ থেকে বলা হয়, যারা গুজবে কান দিয়ে আইন নিজের হাতে তুলে নিবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে নিহত ও আহতের ঘটনা ঘটছে। এ থেকে সবাই সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। অপরিচিত বা সন্দেহজনক কাউকে দেখলে চৌগাছা থানার অফিসার ইনচার্জ (০১৭১৩৩৭৪১৬৪) নিকট অথবা সারা দেশে পুলিশের সাধারণ সেবা ৯৯৯ নাম্বারে কল করে ইনফরমেশন দিতে অনুরোধ করা হয়েছে।
সংবাদ শিরোনাম ::
চৌগাছায় গুজব প্রতিরোধে থানা পুলিশের উদ্যোগে জনসচেতনতা মূলক অনুষ্ঠানের আয়োজন
-
মাতৃভূমির খবর ডেস্ক
- আপডেট টাইম ০৫:৫৫:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০১৯
- ৯০৫ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ