চৌগাছা, যশোর : যশোরের চৌগাছায় অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে এক ট্রাকের ড্রাইভার কে আড়াই হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রামমান আদালত। একই সাথে বালু উত্তোলনের কাজে ব্যবহার করা ৮টি মেশিন জব্দ করে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা যায়, আজ শুক্রবার দুপুরে উপজেলার পাতিবিলা ইউনিয়নের তিনটি স্থানে এই অভিযান পরিচালনা করেন চৌগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ণ চন্দ্র পাল। ভ্রাম্যমাণ আদালত জানতে পারে, বেশ কিছুদিন ধরে পাতিবিলা ইউপি সদস্য বিশারত হোসেন বিশে, ইউনিয়নের দেবিপুর গ্রামের আব্দুল আলিমসহ বেশ কয়েকজন এলাকার ফসলি জমি থেকে অবৈধভাবে স্যালোমেশিনের ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছিল।এ খবরের ভিত্তিতে শুক্রবার উক্ত এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। জব্দকৃত মেশিন ও বালুর মধ্যে ইউপি সদস্য বিশারতের তিনটি মেশিন ও ৪০ হাজার সেফটি বালু, আব্দুল আলিমের তিনটি মেশিন ও ১০ হাজার সেফটি বালু ও বকশিপুর গ্রামের নুরুল ইসলামের পুকুর থেকে তিনটি মেশিন ও ৫০ হাজার সেফটি বালু। এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) নারায়ণ চন্দ্র পাল জানান, জব্দকৃত মেশিন ও বালু পাতিবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান লালের জিম্মায় রাখা হয়েছে।
সংবাদ শিরোনাম ::
চৌগাছায় অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা আদায়।
-
মাতৃভূমির খবর ডেস্ক
- আপডেট টাইম ০৫:৪৪:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০১৯
- ৮৬৮ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ