ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রামপালে ইসলাম ধর্মকে নিয়ে কটুক্তি করায় এক যুবক গ্রেফতার বরুড়ায় ২১ মামলার আসামি মনির ডাকাত অস্ত্র ও গুলি সহ পুলিশের হাতে গ্রেফতার “মাঠ দরকার, না দোকান মেজর চাকলাদার (অব.)” কুমিল্লার মিডল্যান্ড হসপিটালে এক রোগীর শরীরে ‘এ পজেটিভ’ রক্তের পরিবর্তে ‘বি পজেটিভ’ রক্ত ট্রান্সফিউশন করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে “বাংলাদেশ-ভিয়েতনাম অর্থনৈতিক সহযোগিতা জোরদারে বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার গুরুত্বারোপ “ “মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রতি আইজিপি, ঈদ উপলক্ষে অপরাধ দমনে জোরালো, কার্যক্রম গ্রহণের নির্দেশ” বাগেরহাট জেলা যুবদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা আবারো গ্রেপ্তার। নড়াইলে ১২ ঘন্টার মধ্যে খুনিকে গ্রেফতার করায় আইজিপি অর্থ পুরস্কার পেল নড়াইল জেলা পুলিশ। কেএমপি’র সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ কর্তৃক হারিয়ে যাওয়া ৪৩ (তেতাল্লিশ) টি মোবাইল ফোন উদ্ধারপূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর সজ্জনরা সাংবাদিকতায় আসলে দেশ বদলাবে: চসিক মেয়র

চাঁপাইনবাবগঞ্জে ফেন্সিডিলসহ ৩ যুবক আটক

আখতারুজ্জামান, চাঁপাইনবাবগঞ্জ :   চাঁপাইনবাবগঞ্জের এসপি টি এম মোজাহিদুল ইসলাম পিপিএম-বিপিএম বুধবার রাত দশটা থেকে রাত এগারটা পর্যন্ত সদর উপজেলার বিশ্বরোড মোড়ে চেক পোষ্টে তল্লাসি চালিয়ে ফেন্সিডিলসহ ৩ যুবককে গ্রেপ্তার করেছেন।

এসপি মোজাহিদ জানান, রাতে পরিবার নিয়ে বিশ্বরোড মোড়ে চা খেতে যায়। এ সময় আমাদের পুলিশের চেকপোষ্টে ঢাকাগামী কোচগুলোকে অভৈধ অস্ত্র কিংবা মাদক বহন করছে কিনা সে লক্ষে তল্লাসি চালায়। এক পর্যায়ে আমিও অংশগ্রহণ করি তল্লাসি অভিযানে। প্রথমে ঢাকাগামী কোচ ন্যাশনাল ট্রাভেলস যাত্রীদের তল্লাসি করার সময় ফেন্সিডিলসহ ২ যুবককে আটক করা হয়।

তিনি আরো জানান, এর কিছু পরেই ঢাকাগামী আরেকটি নাইট কোচ দেশ ট্রাভেলস একইভাবে ফেন্সিডিলসহ ১ যুবককে আটক করা হয়। ৩ যুবকের ২ জন হাত কাটা গেঞ্জিরমত বিশেষ কায়দায় তৈরি গেঞ্জির ভেতর ফেন্সিডিলগুলো বহন করছিল। আটককৃত ৩ যুবক চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা মনাকষার রাজনগর হাঙ্গামী গ্রামের মতিউরের ছেলে খুঁররম (২২), মনিরুলের ছেলে রমজান আলী (১৯) ও তোজাম্মেলের ছেলে জাহাঙ্গীর আলম। তারা সবাই একই গ্রামের।

পুলিশ সুপার মোজাহিদুল ইসলামের এ অভিযানের খবর এলাকায় ছড়িয়ে পড়লে সদর থানার ওসি, ডিবি ওসিসহ অন্য কর্মকর্তাবৃন্দ ছুটে আসে বিশ্বরোডে। ফেন্সিডিলসহ ৩ যুবক আটক হয়েছে শুনে বিশ্বরোড এলাকার বিভিন্ন হোটেলের স্টাফ, সাধারণ মানুষ, ড্রাইভার কৌতুহলী অনেকে ভিড় জমিয়ে ছিলেন। সে সময় অনেকে এসপিকে সাধুবাদ জানিয়েছেন। সে সাথে এও শুনতে পাওয়া গেছে যে, নিয়মিত বিশ্বরোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় চেকপোষ্ট বসালে বা টহল দিলে অনেকাংশে অপরাধ কমে যাবে।

উল্লেখ্য, মোজাহিদুল ইসলামের নির্দেশে অনেক আগে থেকেই বিশ্বরোডে ঢাকাগামী কোচের তল্লাসি চালাচ্ছে পুলিশ। পাশাপাশি গাড়ির নম্বরসহ ছবি তুলেও রাখা হ”েছ নিরাপত্তার জন্য। ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ অটুট থাকুক অনবদ্য।

Tag :
জনপ্রিয় সংবাদ

রামপালে ইসলাম ধর্মকে নিয়ে কটুক্তি করায় এক যুবক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে ফেন্সিডিলসহ ৩ যুবক আটক

আপডেট টাইম ০২:০৮:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর ২০১৮

আখতারুজ্জামান, চাঁপাইনবাবগঞ্জ :   চাঁপাইনবাবগঞ্জের এসপি টি এম মোজাহিদুল ইসলাম পিপিএম-বিপিএম বুধবার রাত দশটা থেকে রাত এগারটা পর্যন্ত সদর উপজেলার বিশ্বরোড মোড়ে চেক পোষ্টে তল্লাসি চালিয়ে ফেন্সিডিলসহ ৩ যুবককে গ্রেপ্তার করেছেন।

এসপি মোজাহিদ জানান, রাতে পরিবার নিয়ে বিশ্বরোড মোড়ে চা খেতে যায়। এ সময় আমাদের পুলিশের চেকপোষ্টে ঢাকাগামী কোচগুলোকে অভৈধ অস্ত্র কিংবা মাদক বহন করছে কিনা সে লক্ষে তল্লাসি চালায়। এক পর্যায়ে আমিও অংশগ্রহণ করি তল্লাসি অভিযানে। প্রথমে ঢাকাগামী কোচ ন্যাশনাল ট্রাভেলস যাত্রীদের তল্লাসি করার সময় ফেন্সিডিলসহ ২ যুবককে আটক করা হয়।

তিনি আরো জানান, এর কিছু পরেই ঢাকাগামী আরেকটি নাইট কোচ দেশ ট্রাভেলস একইভাবে ফেন্সিডিলসহ ১ যুবককে আটক করা হয়। ৩ যুবকের ২ জন হাত কাটা গেঞ্জিরমত বিশেষ কায়দায় তৈরি গেঞ্জির ভেতর ফেন্সিডিলগুলো বহন করছিল। আটককৃত ৩ যুবক চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা মনাকষার রাজনগর হাঙ্গামী গ্রামের মতিউরের ছেলে খুঁররম (২২), মনিরুলের ছেলে রমজান আলী (১৯) ও তোজাম্মেলের ছেলে জাহাঙ্গীর আলম। তারা সবাই একই গ্রামের।

পুলিশ সুপার মোজাহিদুল ইসলামের এ অভিযানের খবর এলাকায় ছড়িয়ে পড়লে সদর থানার ওসি, ডিবি ওসিসহ অন্য কর্মকর্তাবৃন্দ ছুটে আসে বিশ্বরোডে। ফেন্সিডিলসহ ৩ যুবক আটক হয়েছে শুনে বিশ্বরোড এলাকার বিভিন্ন হোটেলের স্টাফ, সাধারণ মানুষ, ড্রাইভার কৌতুহলী অনেকে ভিড় জমিয়ে ছিলেন। সে সময় অনেকে এসপিকে সাধুবাদ জানিয়েছেন। সে সাথে এও শুনতে পাওয়া গেছে যে, নিয়মিত বিশ্বরোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় চেকপোষ্ট বসালে বা টহল দিলে অনেকাংশে অপরাধ কমে যাবে।

উল্লেখ্য, মোজাহিদুল ইসলামের নির্দেশে অনেক আগে থেকেই বিশ্বরোডে ঢাকাগামী কোচের তল্লাসি চালাচ্ছে পুলিশ। পাশাপাশি গাড়ির নম্বরসহ ছবি তুলেও রাখা হ”েছ নিরাপত্তার জন্য। ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ অটুট থাকুক অনবদ্য।