চৌগাছা,যশোর) সারা দেশের সকল পৌরসভার মতো যশোরের চৌগাছা পৌরসভার সকল কার্যক্রম বন্ধ আছে। ঢাকায় বাংলাদেশ পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়শনের ডাকে জাতীয় প্রেসক্লাবের সামনে অনির্দিষ্টকালের চলমান অবস্থান কর্মসূচির কারণে সকল পৌরসভার কার্যক্রম বন্ধ রয়েছে। চৌগাছা পৌরসভা অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকায় পৌরসেবা না পেয়ে শত শত পৌরবাসী পড়ছে নানান ঝামেলায়। অনেকে জরুরী কাজ না সেরে বিপাকে পড়ছেন। চৌগাছা পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়শনের সভাপতি কালিমুল্লাহ সিদ্দিক বলেন, ‘সরকারি কোষাগার থেকে শতভাগ বেতন ভাতাসহ বিভিন্ন দাবিতে আমাদের আন্দোলন চলছে। দেশের ৩২৮ টি পৌরসভার মধ্যে অধিকাংশ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ২ থেকে ৬৬ মাস পর্যন্ত বেতন পাননা। এসব পরিবার চরম মানবেতর জীবনযাপন করছে। ফলে বাধ্য হয়ে দেশের সকল পৌরসভার কর্মকর্তা-কর্মচারী দাবি আদায়ে ঢাকায় অবস্থান নিয়েছেন। চৌগাছা পৌরসভার সেলিম রেজা জানান, কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী আমরা আগামী কাল থেকে ঢাকায় আবারও অনির্দিষ্টকালের জন্য আন্দোলনে নামবো। উল্লেখ, কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী আন্দোলনের ফলে স্বাভাবিকভাবে অত্র পৌরসভার সকল কার্যক্রম বন্ধ রয়েছে এই পৌরসভায়। গত ১৪ জুলাই থেকে শুরু হওয়া ওই অবস্থান কর্মসূচিতে পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারী ঢাকায় অবস্থান করছেন। দিন রাত পরিবার পরিজন ফেলে আন্দোলন সফল করার জন্য খেয়ে না খেয়ে ঢাকায় পড়ে আছেন।
সংবাদ শিরোনাম ::
চলমান আন্দোলনে চৌগাছা পৌরসভার সকল কার্যক্রম বন্ধ, বিপাকে পৌরবাসী
-
মাতৃভূমির খবর ডেস্ক
- আপডেট টাইম ০৫:৪০:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুলাই ২০১৯
- ৮৪৮ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ