সমীর দেবনাথ, গলাচিপা (পটুয়াখালী) : মাদককে না বলুন, দেশকে গড়ে তুলুন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মাদক বিরোধী অভিযানের আহ্বানে গলাচিপা পৌরসভার ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের যুব সমাজের উদ্যোগে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়। আসুন আমরা মাদককে না বলি এই স্লোগানের আলোকে গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় পৌরসভার সিনেমা হলের সামনে এক মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মাদক বিরোধী অভিযানের সমন্বয়ক হাজী মো. মজিবর রহমান প্যাদা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রতিনিধি এস.আই মাহাবুব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গলাচিপার তারুণ্যের অহংকার সাবেক ছাত্র নেতা, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এবং মাদক বিরোধী সমাজ গড়ার উদ্যোক্তা মো. শাহীন শাহ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক তপন কুমার বিশ্বাস, গলাচিপা প্রেসক্লাবের সভাপতি খালিদহোসেন মিলটন, গলাচিপার নলুয়াবাগীর কৃতি সন্তান ভাদরে আলম সরকারি ডিগ্রি কলেজ শাখার জি.এস মো. আলমগীর হোসেন ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা সম্রাট মো: নাসির উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে মাদক সেবীদের মধ্যে স্বেচ্ছায় মাদক ভয়াবহতা থেকে নিজেদের কে মাদক সেবন থেকে মুক্ত করার ঘোষণা দেন এবং মাদকের ভয়াবহতা থেকে নিজের জীবন ও পরিবারের ক্ষতিকারক দিকগুলো তুলে ধরেন এবং সমাজে মাদক সেবী হিসেবে যে অসম্মান সৃষ্টি হয়েছে তা থেকে মুক্ত হওয়ার লক্ষ্যে আর কখনও মাদকের সাথে তারা জড়িত হবে না বলে প্রতিশ্রতি ব্যক্ত করেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক যুবলীগ নেতা মো. জিয়াউদ্দিন লিটু, মনজু প্যাদা প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক,গণমাধ্যম কর্মী ও পৌর কাউন্সিল সহ এলাকার ২ শতাধিক যুব সমাজ মাদক বিরোধী সভায় অংশগ্রহণ করেন এবং যুব সমাজের অহংকার আ’লীগের সাংগঠনিক সম্পাদক মু. শাহীন শাহ্ ও উপজেলা আ’লীগের সহ-সভাপতি হাজী মু: মজিবর রহমানের মাদক বিরোধী কার্যক্রমকে বিভিন্ন ব্যক্তিবর্গ, প্রেসক্লাবের সভাপতি খালিদ হোসেন মিলটন ও সাধারণ সম্পাদক সোহাগ রহমান এবং সুশীল সমাজের প্রতিনিধিরা মাদক বিরোধী কার্যক্রমকে ইতিবাচক বলে সাধুবাদ জানান।