ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ জেলা পুলিশের উদ্যোগে গরীব, অসহায় ও দুঃস্থ প্রতিবন্ধীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার রাত্র ১০টার সময় ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার রেলষ্টেশন ও কোটচাঁদপুর মেইন বাসষ্টান্ড এলাকায় ঝিনাইদহ জেলা পুলিশের আয়োজনে শীত বস্ত্র বিতরণ করা হয়।
এ সময় শীত বস্ত্র বিতরণ করেন জেলা পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান। এখানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাউদ্দিন (কোটচাঁদপুর সার্কেল), কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা, কোটচাঁদপুর থানার এস আই সৈয়দ আলি প্রমুখ। এ সময় দুইশত কম্বোল ও তিনশত সুয়েটার অসহায় দুঃস্থ প্রতিবন্ধীদের মাঝে এ শীত বস্ত্র বিতরণ করেন।
এই শীতের রাত্রে শীতবস্ত্র পেয়ে অসহায় মানুষ খুবই খুশি হয়েছেন ও এই উদ্যোগ নেওয়ার জন্য অসহায় ও সাধারন মানুষের পক্ষ থেকে ঝিনাইদহ জেলা পুলিশ ও কোটচাঁদপুর উপজেলা পুলিশ কে ধন্যবাদ জানিয়েছেন।