আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে গতকাল মঙ্গলবার একটি ধর্মীয় অনুষ্ঠানে ভয়াবহ ধরনের আত্মঘাতী হামলা হয়েছে। প্রাথমিকভাবে হামলায় অন্তত ৪০ জন নিহত ও ৬০ জন আহত হয়েছে বলে জানা গেছে। এই সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আয়োজকদের মুখপাত্র ওয়াহিদ মাজরোহ বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, ঈদে মিলাদুন্নবী সা: উপলক্ষে ওলামা কাউন্সিলের এক অনুষ্ঠানে সমবেত হয়েছিলেন আলেমরা। আফগানিস্তানের রাজধানী শহরে সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ হামলা এটি।
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ জানিয়েছেন, ঈদে মিলাদুন্নবী সা: উপলক্ষে ওই অনুষ্ঠানে কয়েক শ’ আলেমা সমবেত হয়েছিলেন।
কাবুল পুলিশের মুখপাত্র বাসির মুজাহিদ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, আমি ৪০ জন নিহত হওয়ার বিষয়ে নিশ্চিত হতে পেরেছি। তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।
সর্বস্বত্ব © ২০১৯ মাতৃভূমির খবর কর্তৃক সংরক্ষিত