রাজধানীর পুরান ঢাকার ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজ ছাত্রলীগের সম্মেলন ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। কবি নজরুল সরকারি কলেজের ছাত্রলীগ সাধারণ সম্পাদক মাইনুল হাওলাদার এর সঞ্চালনায় সম্মেলনে উদ্ভাবক হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কৃষিমন্ত্রী ড. আব্দুল রাজ্জাক বলেন, বঙ্গবন্ধুর আদর্শে গড়া বাংলাদেশ ছাত্রলীগ। সেই ছাত্রলীগের গার্ডিয়ান হচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা যখন জেলে বন্দি ছিল তখন হাজার হাজার নেতাকর্মী জেলে বন্দি ছিল ।তখন বাংলাদেশ ছাত্রলীগ শেখ হাসিনার মুক্তির আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রেখেছিল। ২৭শে জুলাই শনিবার বিকেল ৩ ঘটিকা হতে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে কলেজ প্রাঙ্গণে সম্মেলন অনুষ্ঠিত হয়। তিনি বলেন, ছাত্রলীগের রাজনীতি এখন আনন্দের রাজনীতি। খুশির রাজনীতি। সুখের রাজনীতিতে পরিণত হয়েছে। তবে ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। যারা মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করে না। যাদের ভেতর মুক্তিযুদ্ধের চেতনা নেই। সেই স্বাধীনতার অপশক্তিরা তৎপর রয়েছে। সেই অপশক্তির যুবরাজ তারেক জিয়া এখনো আছে। যে একুশে আগস্ট ঘটিয়েছে ।আওয়ামীলীগের নেতৃবৃন্দকে হত্যা করিয়েছে। তারেক জিয়া বলেছিল ছাত্রদল ও ছাত্রশিবির একই মায়ের দুই সন্তান ।তাই ছাত্রলীগকে স্লোগানের দল তৈরি করা যাবে না ।ছাত্রলীগ হবে সমাজ ব্যবস্থার দল, রাষ্ট্রব্যবস্থার দল। মন্ত্রী বলেন, ছাত্রদল-ছাত্রশিবির বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে মানে না।ছাত্রলীগকে সেই কথা কখনো ভুলে গেলে চলবে না। শিক্ষা ব্যবস্থা সম্পর্কে মন্ত্রী বলেন, এই সরকার শিক্ষাবান্ধব সরকার। এই সরকারের আমলে ছেলেমেয়েরা স্কুলে যায়। বাংলাদেশে ১০৭% মানুষ বর্তমানে স্কুলে যায়। শিশু ও মাতৃমৃত্যুর হার কমেছে। দারিদ্রতার হার কমে এখন ২১% এ নেমে এসেছে। এছাড়া কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন কবি নজরুল ছাত্রলীগের উদ্দেশ্যে বলেন,আপনারা একতাবদ্ধ থাকবেন।যদি গ্রুপিং করেন তাহলে বিরোধী দল সুযোগ নিয়ে দলে কোন্দল সৃষ্টি করবে।তাই সবাই সাবধান থাকবেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রব্বানী। বিশেষ বক্তা ছিলেন,কবি নজরুল সরকারি কলেজের উপাধ্যক্ষ, ডা. খালেদা নাসরিন।আরো উপস্থিত ছিলেন কবি নজরুল কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মহিন উদ্দিন সরকার, মামুনুর রশিদ। সাবেক সাধারন সম্পাদক ফারুক হোসেন মুন্না, রাকিব হাসান সোহেল সহ অন্যান্য নেতৃবৃন্দ সম্মেলনে সভাপতিত্ব করেন কবি নজরুল সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান মোহন
সংবাদ শিরোনাম ::
কবি নজরুল সরকারি কলেজ ছাত্রলীগ সম্মেলন ২০১৯ অনুষ্ঠিত
-
মাতৃভূমির খবর ডেস্ক
- আপডেট টাইম ০৫:২২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০১৯
- ১০৫৮ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ