ক্যাম্পাস প্রতিনিধিঃ কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের প্রথম সম্মেলন আগামীকাল শনিবার। চলতি কমিটিকে রেখে এই সম্মেলন কলেজ ক্যাম্পাস মাঠে বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে। সম্মেলন উপলক্ষে ছাত্রলীগ নেতাকর্মীদের চাঙ্গাভাব তৈরি হয়েছে। ক্যাম্পাস ও পার্শ্ববর্তী এলাকা ছেয়ে গেছে নেতাকর্মীদের ব্যানার ফেস্টুনে। সম্মেলনে প্রধান অতিথি থাকবেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি নজরুল সরকারি কলেজরে উপাধক্ষ্য ড. খালেদা নাসরিন। সম্মেলনে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কবি নজরুল সরকারি কলেজের সাবেক ছাত্রলীগের সাবেক শীর্ষ ও কেন্দ্রীয় নেতারা। সম্মেলনে চলতি কমিটির সভাপতি হাবিবুর রহমান মোহনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাইনুল হাওলাদারের সঞ্চালনায় সম্মেলন উদ্বোধন করবেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। গত ৬ জুলাই কেন্দ্রীয় ছাত্রলীগের কমিটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিত মাধ্যমে ২৭ জুলাই সম্মেলনের দিন ঠিক করেন। এদিকে সম্মেলনের শেষ মুহূর্তে পদপ্রত্যাশী নেতারা কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও আওয়ামী লীগের উচ্চপর্যায়ের নেতাদের কাছে ধরনা দিচ্ছেন। শাখা ছাত্রলীগের পদপ্রত্যাশীদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আলোচনায় আছেন সহ-সভাপতি সজল কুমার দাস, নাজমুল হোসেন, মুরাদ শিকদার, ইব্রাহীম হোসেন, আল মারুফ, আল নাহিয়ান খান রিফাত, নুরে আলম সিদ্দিকি, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন সাগর, মেহদি হাসন মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সোহেল, রিয়াজুল ইসলাম পাবেল, আনোয়ার হোসেন, মোহাম্মাদ রিয়াদ, ধর্ম বিষয়ক সম্পাদ রাজিব বাড়ৈ, উপ-পাঠাগার বিষয়ক সম্পাদক ইয়াসিন আল অনিক এবং উপ-সম্পাদক শরিফুল আজম হৃদয়। এর আগে ২০১৭ সালের ১৬ নভেম্বরে হাবিবুর রহমান মোহনকে সভাপতি ও মাইনুল হাওলাদারকে সাধারণ সম্পাদক করে কবি নজরুল কলেজ শাখা ছাত্রলীগের কমিটি অনুমোদন দেয়া হয়েছিল।
সংবাদ শিরোনাম ::
কবি নজরুল কলেজ ছাত্রলীগের সম্মেলন শনিবার, আলোচনায় আছেন একাধিক নেতা
-
মাতৃভূমির খবর ডেস্ক
- আপডেট টাইম ০৫:৫৬:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০১৯
- ৮৬৯ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ