আন্তর্জাতিক ডেস্কঃ কঙ্গোতে মালবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে ৫০ জন নিহত হয়েছেন। যার মধ্যে বেশিরভাগই শিশু। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। বুধবার স্থানীয় সময় রাত ৩টার সময় কঙ্গোর কাসাই প্রদেশে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। লুয়েম্বি নদীর উপর নির্মিত সেতুতে ট্রেনটি লাইনচ্যুত হয়। যার পাঁচটি বগি এখনো পানির নিছে আছে।
আরো পড়ুন : ইসরাইলকে স্বীকৃতি না দেয়ার বিষয়ে পাকিস্তান অটল
প্রতিবেদনে উল্লেখ করা হয়, ট্রেনটি মালবাহী হলেও চুরি করে অনেক যাত্রী ট্রেনটিতে ওঠে। তাই কতজন নিহত হয়েছেন সেটা সঠিকভাবে বলা যাচ্ছে না। আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতালে নেওয়া হয়েছে।
ভয়াবহ এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এদিকে ভয়াবহ এই দুর্ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি সরকারের পক্ষ থেকে সমবেদনা জানিয়েছেন স্টিভ এমবিকায়ি।