ঢাকা ০১:২৯ অপরাহ্ন, শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রামপালে ইসলাম ধর্মকে নিয়ে কটুক্তি করায় এক যুবক গ্রেফতার বরুড়ায় ২১ মামলার আসামি মনির ডাকাত অস্ত্র ও গুলি সহ পুলিশের হাতে গ্রেফতার “মাঠ দরকার, না দোকান মেজর চাকলাদার (অব.)” কুমিল্লার মিডল্যান্ড হসপিটালে এক রোগীর শরীরে ‘এ পজেটিভ’ রক্তের পরিবর্তে ‘বি পজেটিভ’ রক্ত ট্রান্সফিউশন করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে “বাংলাদেশ-ভিয়েতনাম অর্থনৈতিক সহযোগিতা জোরদারে বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার গুরুত্বারোপ “ “মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রতি আইজিপি, ঈদ উপলক্ষে অপরাধ দমনে জোরালো, কার্যক্রম গ্রহণের নির্দেশ” বাগেরহাট জেলা যুবদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা আবারো গ্রেপ্তার। নড়াইলে ১২ ঘন্টার মধ্যে খুনিকে গ্রেফতার করায় আইজিপি অর্থ পুরস্কার পেল নড়াইল জেলা পুলিশ। কেএমপি’র সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ কর্তৃক হারিয়ে যাওয়া ৪৩ (তেতাল্লিশ) টি মোবাইল ফোন উদ্ধারপূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর সজ্জনরা সাংবাদিকতায় আসলে দেশ বদলাবে: চসিক মেয়র

একটি মুরগির দাম দেড় কোটি!

আগে জিম্বাবুয়ে-ইন্দোনেশিয়ার বেলায় এমন গল্প শোনা গেছে। লোকে বস্তাভর্তি নোট নিয়ে বাজারে গিয়ে ব্যাগভর্তি বাজার নিয়ে ফিরতেন। এবার ভেনেজুয়েলার বেলায়ও তাই ঘটছে। সেখানেও খাদ্য ও পণ্যসামগ্রী কিনতে কাঁড়ি কাঁড়ি অর্থ ব্যয় করতে হচ্ছে। প্রায় আড়াই কেজি ওজনের একটি মুরগির দাম ১ কোটি ৪৬ লাখ বলিভার।

রয়টার্স ও গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, ভেনেজুয়েলার মুদ্রাস্ফীতি কোনোভাবেই থামানো যাচ্ছে না। বস্তাভর্তি নোট নিয়ে মানুষ বাজারে গেলেও সেই নোটে কিছুই কিনতে পারছেন না। এক কেজি চালের দাম পঁচিশ লাখ বলিভার। আর এক কেজি টমেটোর দাম পাঁচ লাখ। আর কেজিখানেক মাংসের জন্য গুনতে হচ্ছে ৯৫ লাখ বলিভার।

এক কেজি মাংসের জন্য পকেটে থাকতে হবে ৯৫ লাখ বলিভার। ছবি: কার্লোস গার্সিয়া রলিন্স, রয়টার্সগতকাল সোমবার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো লাগামহীন মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে নতুন কিছু নোট বাজারে ছেড়েছেন। বলিভার এখন কার্যত মূল্যহীন কাগজে পরিণত হয়েছে। তীব্র অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। আইএমএফের হিসাবে এ বছর ভেনেজুয়েলার মুদ্রাস্ফীতির হার দাঁড়াবে ১০ লাখ শতাংশে। মুদ্রাস্ফীতির ব্যাপকতা বোঝা যায় নিত্যদিনের গৃহস্থালি সামগ্রী, পণ্য ও খাবার কিনতে গেলেই।

ছোট বাচ্চাদের ডায়াপার কিনতে গুনতে হচ্ছে ৮০ লাখ বলিভার। ছবি: কার্লোস গার্সিয়া রলিন্স, রয়টার্সগত সপ্তাহে একটি টয়লেট পেপার কিনতে ভেনেজুয়েলাবাসীকে ব্যয় করতে হয়েছে ২৬ লাখ বলিভার। ১ কেজি গাজর মিলেছে ৩০ লাখ বলিভারে। সমপরিমাণ টমেটোর দাম ৫ লাখ বলিভার। চালের দাম এখন গিয়ে পৌঁছেছে ২৫ লাখ বলিভারে। বাচ্চাদের ডায়াপারের দাম ৮০ লাখ বলিভার। ১ কেজি মাংসের দাম ৯৫ লাখ বলিভার। ২ দশমিক ৪ কেজি ওজনের একটি মুরগির দাম ভেনেজুয়েলার মুদ্রায় ১ কোটি ৪৬ লাখ বলিভার (২ দশমিক ২২ মার্কিন ডলার)।

৫ লাখ বলিভার থাকলেই কেবল এক কেজি টমেটো বাড়িতে আনা যাবে। ছবি: কার্লোস গার্সিয়া রলিন্স, রয়টার্সএ বছরের জুলাইয়ে মুদ্রাস্ফীতির হার ছিল ৮২ হাজার ৭০০ শতাংশ। ভেনেজুয়েলার পশ্চিমাঞ্চলীয় শহর মারাকাইবোতে এলিসিয়া রামিরেজ নামের ৩৮ বছরের এক নারী সবজি কিনতে বাজারে গিয়েছিলেন। তাঁর সঙ্গে কথা বলেন রয়টার্সের প্রতিবেদক। তিনি বলেন, ‘সবজি কিনতে এসেছিলাম কিন্তু ফিরে যাচ্ছি। কারণ আমি লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে চাই না। লোকজন যেন উন্মাদ হয়ে গেছে। ভেনেজুয়েলায় এখন এক প্যাকেট স্যানিটারি ন্যাপকিনের দাম ৩৫ লাখ বলিভার।’

এক প্যাকেট চালের দাম ২৫ লাখ বলিভার। ছবি: কার্লোস গার্সিয়া রলিন্স, রয়টার্সভেনেজুয়েলায় সোমবার সরকারি ছুটির দিন ঘোষণা করা হয়েছিল। ইন্টারনেট ব্যাংকিং কয়েক ঘণ্টার জন্য বন্ধ করে দেওয়া হয়। এরপর সরকার নতুন কিছু নোট বাজারে ছাড়ে। এক কেজি পনিরের দাম এখন ৭৫ লাখ বলিভার।

রয়টার্সের আলোকচিত্রী কার্লোস গার্সিয়া রলিন্সের কিছু ছবি ছড়িয়ে পড়েছে। তাঁর ছবিতেই ফুটে উঠেছে ভেনেজুয়েলার আসল চিত্র।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রামপালে ইসলাম ধর্মকে নিয়ে কটুক্তি করায় এক যুবক গ্রেফতার

একটি মুরগির দাম দেড় কোটি!

আপডেট টাইম ০৭:২২:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ অগাস্ট ২০১৮

আগে জিম্বাবুয়ে-ইন্দোনেশিয়ার বেলায় এমন গল্প শোনা গেছে। লোকে বস্তাভর্তি নোট নিয়ে বাজারে গিয়ে ব্যাগভর্তি বাজার নিয়ে ফিরতেন। এবার ভেনেজুয়েলার বেলায়ও তাই ঘটছে। সেখানেও খাদ্য ও পণ্যসামগ্রী কিনতে কাঁড়ি কাঁড়ি অর্থ ব্যয় করতে হচ্ছে। প্রায় আড়াই কেজি ওজনের একটি মুরগির দাম ১ কোটি ৪৬ লাখ বলিভার।

রয়টার্স ও গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, ভেনেজুয়েলার মুদ্রাস্ফীতি কোনোভাবেই থামানো যাচ্ছে না। বস্তাভর্তি নোট নিয়ে মানুষ বাজারে গেলেও সেই নোটে কিছুই কিনতে পারছেন না। এক কেজি চালের দাম পঁচিশ লাখ বলিভার। আর এক কেজি টমেটোর দাম পাঁচ লাখ। আর কেজিখানেক মাংসের জন্য গুনতে হচ্ছে ৯৫ লাখ বলিভার।

এক কেজি মাংসের জন্য পকেটে থাকতে হবে ৯৫ লাখ বলিভার। ছবি: কার্লোস গার্সিয়া রলিন্স, রয়টার্সগতকাল সোমবার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো লাগামহীন মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে নতুন কিছু নোট বাজারে ছেড়েছেন। বলিভার এখন কার্যত মূল্যহীন কাগজে পরিণত হয়েছে। তীব্র অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। আইএমএফের হিসাবে এ বছর ভেনেজুয়েলার মুদ্রাস্ফীতির হার দাঁড়াবে ১০ লাখ শতাংশে। মুদ্রাস্ফীতির ব্যাপকতা বোঝা যায় নিত্যদিনের গৃহস্থালি সামগ্রী, পণ্য ও খাবার কিনতে গেলেই।

ছোট বাচ্চাদের ডায়াপার কিনতে গুনতে হচ্ছে ৮০ লাখ বলিভার। ছবি: কার্লোস গার্সিয়া রলিন্স, রয়টার্সগত সপ্তাহে একটি টয়লেট পেপার কিনতে ভেনেজুয়েলাবাসীকে ব্যয় করতে হয়েছে ২৬ লাখ বলিভার। ১ কেজি গাজর মিলেছে ৩০ লাখ বলিভারে। সমপরিমাণ টমেটোর দাম ৫ লাখ বলিভার। চালের দাম এখন গিয়ে পৌঁছেছে ২৫ লাখ বলিভারে। বাচ্চাদের ডায়াপারের দাম ৮০ লাখ বলিভার। ১ কেজি মাংসের দাম ৯৫ লাখ বলিভার। ২ দশমিক ৪ কেজি ওজনের একটি মুরগির দাম ভেনেজুয়েলার মুদ্রায় ১ কোটি ৪৬ লাখ বলিভার (২ দশমিক ২২ মার্কিন ডলার)।

৫ লাখ বলিভার থাকলেই কেবল এক কেজি টমেটো বাড়িতে আনা যাবে। ছবি: কার্লোস গার্সিয়া রলিন্স, রয়টার্সএ বছরের জুলাইয়ে মুদ্রাস্ফীতির হার ছিল ৮২ হাজার ৭০০ শতাংশ। ভেনেজুয়েলার পশ্চিমাঞ্চলীয় শহর মারাকাইবোতে এলিসিয়া রামিরেজ নামের ৩৮ বছরের এক নারী সবজি কিনতে বাজারে গিয়েছিলেন। তাঁর সঙ্গে কথা বলেন রয়টার্সের প্রতিবেদক। তিনি বলেন, ‘সবজি কিনতে এসেছিলাম কিন্তু ফিরে যাচ্ছি। কারণ আমি লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে চাই না। লোকজন যেন উন্মাদ হয়ে গেছে। ভেনেজুয়েলায় এখন এক প্যাকেট স্যানিটারি ন্যাপকিনের দাম ৩৫ লাখ বলিভার।’

এক প্যাকেট চালের দাম ২৫ লাখ বলিভার। ছবি: কার্লোস গার্সিয়া রলিন্স, রয়টার্সভেনেজুয়েলায় সোমবার সরকারি ছুটির দিন ঘোষণা করা হয়েছিল। ইন্টারনেট ব্যাংকিং কয়েক ঘণ্টার জন্য বন্ধ করে দেওয়া হয়। এরপর সরকার নতুন কিছু নোট বাজারে ছাড়ে। এক কেজি পনিরের দাম এখন ৭৫ লাখ বলিভার।

রয়টার্সের আলোকচিত্রী কার্লোস গার্সিয়া রলিন্সের কিছু ছবি ছড়িয়ে পড়েছে। তাঁর ছবিতেই ফুটে উঠেছে ভেনেজুয়েলার আসল চিত্র।