এম এস আই জুয়েল পাঠানঃ গাজীপুর ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাহিদ আহসান রাসেল যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শপথ নেয়ার পর ছুটে আসেন গাজীপুরের হায়দ্রাবাদ গ্রামে তার পিতা ভাওয়াল বীর শহীদ আহসান উল্লাহ মাষ্টারের কবর জিয়ারতের জন্য। এ সময় নেতাকর্মী ও সাধারণ মানুষ কবর জিয়ারতে অংশ নিয়ে দোয়া করেন। উপস্থিত সাধারণ মানুষ ও নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রতি মন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি বলেন, আমার পিতার রেখে যাওয়া অসমাপ্ত কাজ এবং স্বপ্নগুলো মন্ত্রীত্বের সুযোগ পেয়ে জনগনের সেবায় উৎসর্গ করবো।
তিনি আরো বলেন, আমি আমার বাবার মতো শহীদ আহসান উল্লাহ মাষ্টার হয়ে নিজেকে বিলিয়ে দেব দেশের জন্য। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যে মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন, সে মন্ত্রণালয়ের হয়ে এদেশের যুবকদের ভাগ্য উন্নয়নে কাজ করে যাব।
এক পর্যায়ে মন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি বলেন, আমার মন্ত্রীত্ব জনগনের মাঝে আহসান উল্লাহ মাষ্টার হয়ে নিজেকে বিলিয়ে দেব। মন্ত্রীত্বের এ জয় শুধু আমার নয় দেশবাসী ও জননেত্রী শেখ হাসিনার।