নিজস্ব প্রতিবেদক : ছোট পরিসরে আবারও সংলাপ চেয়ে আজ রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দেবে জাতীয় ঐক্যফ্রন্ট। শনিবার রাতে মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ফখরুল বলেন, রোববার সকালে এই চিঠি দেওয়া হবে। আমরা আশা করব ভবিষ্যতে সংলাপের ক্ষেত্রে একটি ক্ষুদ্র পরিসরে আলোচনা হবে। বর্তমান রাজনৈতিক সংকটকে সমাধানের লক্ষ্যে এ বিষয়গুলো বিবেচনা করা হবে। নির্বাচন কমিশনের চিঠি বিষয়টিও এই চিঠিতে উল্লেখ থাকবে।
সর্বস্বত্ব © ২০১৯ মাতৃভূমির খবর কর্তৃক সংরক্ষিত