ঢাকা ০৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ৭ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌন্দর্যের স্বর্গরাজ্য দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ার পেনাং দ্বীপ “নির্বাচনকে ভয় বলেই ষড়যন্ত্রের পথে বিএনপি : তথ্যমন্ত্রী” বাকেরগঞ্জে জমিসহ আশ্রয়ণের ঘর পাচ্ছেন আরও ২৭৭টি ভূমিহীন ও গৃহহীন পরিবার “বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে যুক্তরাজ্যের “ক্রস পার্টি পার্লামেন্টারি ডেলিগেশন” প্রতিনিধি দলের সাক্ষাৎ” সাংস্কৃতিক কর্মকান্ডে অংশগ্রহণ যোগ্য নাগরিক গড়ে: মেয়র জমি সংক্রান্ত জটিলতা নিরসন এসিল্যান্ড নাজমুল হুদার হস্তক্ষেপে নির্মিত হচ্ছে ব্রীজ সাপুড়ের কাছ থেকে উদ্ধার করে বনে ছাড়া হলো ৫ সাপ। কুয়াকাটায় পর্যটকদের বিনোদনে যোগ হলো বিমানাকৃতির গাড়ি। হবিগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বিদেশী মদসহ আটক ২ সিলেট জুড়ে বৃষ্টিতে স্বস্তি ফিরে পেয়েছে চা বাগান গুলোতে

আনোয়ারা পল্লী বিদ্যুৎ অফিসে অবৈধ টাকায় সরে বৈদ্যুতিক খুটি, বৈধতায় মেলে যন্ত্রণা

আনোয়ারা সংবাদদাতাঃ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা পল্লী বিদ্যুৎ অফিসে অবৈধ ভাবে টাকা দিলে খুটি সরে যায়, আর যারা বৈধ ভাবে সরকারি কোষাগারে টাকা জমা দেয় তাদের খুটি সহজে সরে না বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, আনোয়ারা উপজেলার চাতুরী ইউনিয়নের সিংহরা গ্রামে পল্লী বিদ্যুৎ এর অনুমোদন না নিয়ে অবৈধ ভাবে গোপনে টাকা নিয়ে বিদ্যুৎ এর একটি খুটি অপসারণ করেছে। সরকারি কোষাগারে কোন টাকা জমা না দিয়ে কোন ডিমান্ড না নিয়েই অবৈধ ভাবে এই খুটিটি সরিয়ে নেওয়া হয়।

পল্লী বিদ্যুৎ আনোয়ারা শাখার জুনিয়র প্রকৌশলী পাভেল এবং রিপন নামের একজন অস্থায়ী ইলেক্ট্রিশিয়ান এর যোগসাজসে অফিসিয়াল কোন অনুমতি না নিয়েই আটারো হাজার টাকার বিনিময়ে এই খুটি অপসারণ করা হয়েছে। সিংহরা গ্রামের চন্দ বাড়ির বাবু নামের এক গ্রাহকের খুটি অফিসে না জানিয়ে এই অপসারণ করা হয়েছে। কিন্তু দক্ষিণ শোলকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি খুটি সরানোর জন্য ২০১৮ সাল থেকে যথাযথ ভাবে আবেদন করেও এই খুটি সরানো যায়নি। অনেকদিন দ্বারে দ্বারে ঘুরে অবশেষে এই বিদ্যালয়ের খুটিটি সরানোর জন্য সরকারি কোষাগারে পঁচিশ হাজার তিনশত বত্রিশ টাকা জমা করার পর এই খুটি এখনো সরানো হয়নি।

এই বিষয়ে ঘরের মালিক বাবুর ভাই সাবু বলেন, আমরা বৈধ ভাবে সব করতে চেযে ছিলাম। এই বিষয়ে আমি অফিসে কথা বলতে গেলে পাভেল নামের একজন আমাকে বলে, সকালে আপনার কাছে লোক যাবে। পরের দিন সকালে রিপন নামের একজন ইলেক্ট্রিশিয়ান আমার কাছে গিয়ে পঁচিশ হাজার টাকা চায়, কিন্তু আমি এতো টাকা দিতে পারবোনা জানালে সর্বশেষ আটারো হাজার টাকা নিয়ে যায়। পরে আমার খুটিটি তারা সরিয়ে দেয়। রিপন বলেছিল, অফিসে জানাতে হবেনা। তারা সবকিছু ম্যানেজ করে নিবে। অনেকদিন অফিসিয়াল কাগজ চেয়ে ছিলাম, কিন্তু তারা আমাকে দেয়নি। বলেছে এগুলোর কোন প্রয়োজন নেই। এখন আমার ঘরের মিটারটিও খুলে নিয়ে গেছে। আমরা সহজ সরল মানুষ, এতো জটিলতা বুঝিনা। তাদের খপ্পরে পড়ে আমি এখন অন্ধকারে দিনযাপন করছি।
এই বিষয়ে পল্লী বিদ্যুৎ আনোয়ারা অফিসের ডিজিএম জসিম উদ্দিন বলেন,এই বিষয়ে আমরা অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌন্দর্যের স্বর্গরাজ্য দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ার পেনাং দ্বীপ

আনোয়ারা পল্লী বিদ্যুৎ অফিসে অবৈধ টাকায় সরে বৈদ্যুতিক খুটি, বৈধতায় মেলে যন্ত্রণা

আপডেট টাইম ০৮:১৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩

আনোয়ারা সংবাদদাতাঃ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা পল্লী বিদ্যুৎ অফিসে অবৈধ ভাবে টাকা দিলে খুটি সরে যায়, আর যারা বৈধ ভাবে সরকারি কোষাগারে টাকা জমা দেয় তাদের খুটি সহজে সরে না বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, আনোয়ারা উপজেলার চাতুরী ইউনিয়নের সিংহরা গ্রামে পল্লী বিদ্যুৎ এর অনুমোদন না নিয়ে অবৈধ ভাবে গোপনে টাকা নিয়ে বিদ্যুৎ এর একটি খুটি অপসারণ করেছে। সরকারি কোষাগারে কোন টাকা জমা না দিয়ে কোন ডিমান্ড না নিয়েই অবৈধ ভাবে এই খুটিটি সরিয়ে নেওয়া হয়।

পল্লী বিদ্যুৎ আনোয়ারা শাখার জুনিয়র প্রকৌশলী পাভেল এবং রিপন নামের একজন অস্থায়ী ইলেক্ট্রিশিয়ান এর যোগসাজসে অফিসিয়াল কোন অনুমতি না নিয়েই আটারো হাজার টাকার বিনিময়ে এই খুটি অপসারণ করা হয়েছে। সিংহরা গ্রামের চন্দ বাড়ির বাবু নামের এক গ্রাহকের খুটি অফিসে না জানিয়ে এই অপসারণ করা হয়েছে। কিন্তু দক্ষিণ শোলকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি খুটি সরানোর জন্য ২০১৮ সাল থেকে যথাযথ ভাবে আবেদন করেও এই খুটি সরানো যায়নি। অনেকদিন দ্বারে দ্বারে ঘুরে অবশেষে এই বিদ্যালয়ের খুটিটি সরানোর জন্য সরকারি কোষাগারে পঁচিশ হাজার তিনশত বত্রিশ টাকা জমা করার পর এই খুটি এখনো সরানো হয়নি।

এই বিষয়ে ঘরের মালিক বাবুর ভাই সাবু বলেন, আমরা বৈধ ভাবে সব করতে চেযে ছিলাম। এই বিষয়ে আমি অফিসে কথা বলতে গেলে পাভেল নামের একজন আমাকে বলে, সকালে আপনার কাছে লোক যাবে। পরের দিন সকালে রিপন নামের একজন ইলেক্ট্রিশিয়ান আমার কাছে গিয়ে পঁচিশ হাজার টাকা চায়, কিন্তু আমি এতো টাকা দিতে পারবোনা জানালে সর্বশেষ আটারো হাজার টাকা নিয়ে যায়। পরে আমার খুটিটি তারা সরিয়ে দেয়। রিপন বলেছিল, অফিসে জানাতে হবেনা। তারা সবকিছু ম্যানেজ করে নিবে। অনেকদিন অফিসিয়াল কাগজ চেয়ে ছিলাম, কিন্তু তারা আমাকে দেয়নি। বলেছে এগুলোর কোন প্রয়োজন নেই। এখন আমার ঘরের মিটারটিও খুলে নিয়ে গেছে। আমরা সহজ সরল মানুষ, এতো জটিলতা বুঝিনা। তাদের খপ্পরে পড়ে আমি এখন অন্ধকারে দিনযাপন করছি।
এই বিষয়ে পল্লী বিদ্যুৎ আনোয়ারা অফিসের ডিজিএম জসিম উদ্দিন বলেন,এই বিষয়ে আমরা অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।