ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ১৬ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
“নূরে আলম সিদ্দিকীর মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক” “দেশে ইসলাম এসেছে শান্তির পথে : তথ্যমন্ত্রী” সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো, মুরাদনগরে মামুন মিয়ার বাড়ি চলছে মাতম নূরে আলম সিদ্দিকীর মৃত্যুতে নতুনধারার শোক গজারিয়া টেংগারচর ইউনিয়নের বড়ইকান্দি ভাটেরচর গ্রামে অল্প বৃষ্টিতে সড়কে জলাবদ্ধতা সৃষ্টি মধ্য বাড্ডা হাজী রুস্তম আলী ম্যানশনে অগ্নিকাণ্ড– (প্রানহানির ঘটনা ঘটে নাই) বিএনইজি ও এমজেসিবি’র উদ্যোগে ইফতারের খাদ্য সামগ্রী বিতরন — “এক-এগারোর কুশীলবরা ও বিএনপি একজোট হয়ে ষড়যন্ত্র করছে : তথ্যমন্ত্রী” রমজানের সওগাত সকলের মাঝে ছড়িয়ে পড়ুক- আ জ ম নাছির উদ্দীন ফেসবুকের মাধ্যমে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ অবশেষে প্রতারক চক্রের ৪(চার) সদস্য আটক।

অভিনয়ের মুগ্ধতা ছড়াচ্ছেন করবি জাহান নিতু

বাদল চৌধুরী
মিডিয়ায় করবী জাহান নিতুর সরব উপস্থিতি দর্শকদের মন জয় করে নিয়েছে ইতোমধ্যে। অভিনয়ের মাধ্যমে মুগ্ধতা ছড়াচ্ছেন বর্তমান সময়ের নতুন মুখ নিতু। আইইউবির কম্পিউটার সাইন্সের শেষ বর্ষের ছাত্রী। তিনি পড়াশোনা ও অভিনয়ে যথেষ্ট মেধাবী। তার সাথে কথা বলেন দৈনিক মাতৃভূমি খবরের বার্তা সম্পাদক। তিনি অভিনয়ের জগতে মাত্র আট মাস। এরই মধ্যে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র আসামিতে অভিনয় করেছেন। চলচ্চিত্রটি এখন মুক্তির অপেক্ষায় রয়েছে। এছাড়া আটটি নাটকে ও দুটি ওটিটি প্লাটফর্মে কাজ করেছেন। ছোটবেলা থেকে নাচ, গান, সংস্কৃতির নানা দিকগুলো তার ভালো লাগতো এই ভালোলাগা থেকেই অভিনয় জগতে আসা। পড়াশোনার ক্ষতি হবে বলে বাবা মা অভিনয় জগতে আসতে বারণ করেন। কিন্তু তিনি অভিনয় এত ভালোবাসেন যার জন্য পড়াশোনা ও অভিনয় একসাথে করতে পারবেন বলে বাবা মাকে বোঝাতে সক্ষম হয়েছেন । তার দৃঢ়চেতা মানসিকতা দেখে বাবা-মা অভিনয় করতে সম্মতি দেন। তার প্রিয় মানুষ-মা, প্রিয় অভিনেতা-নায়ক আলমগীর, প্রিয় অভিনেত্রী- শাবনূর, খাবার- যেকোন বাঙালি খাবার, শখ-সিনেমা দেখা, ট্রাভেলিং করা, গান-বাংলা যেকোন ব্রান্ডের গান। তার অভিনীত পছন্দের চরিত্র হলো ছদ্মবেশে সিআইডি অফিসার। সদ্য কলকাতা থেকে শুটিং শেষ করে ঢাকায় ফিরেছেন। ক্যামেরার সামনে যাওয়ার আগে তিনি পরিচালক সহকর্মীদের সাহায্যে কয়েকবার রিহার্সেল দেন যখন মনে হয় অভিনয়টি সঠিক হচ্ছে ঠিক তখনই ক্যামেরার সামনে তিনি আসেন। অভিনয়ের সর্বোচ্চটুকু দেওয়ার জন্য তিনি চেষ্টা করেন । তিনি অভিনয়ের মাধ্যমে মানুষকে ভালো কিছু উপহার দিতে চান। তিনি প্রচুর পরিশ্রমী ও দৃঢ়চেতা মানুষ। দর্শক ভাইবোনদের প্রতি তিনি আবেদন রেখে বলেন, আমাদের দেশে অনেক ভালো সামাজিক ছবি নির্মাণ হচ্ছে। আপনারা পরিবারের লোকজন নিয়ে ঘুরাঘুরি করার জন্য যখন বের হন তখন সময় করে একটু সিনেমা হলে গিয়ে ছবি দেখবেন তাতে পরিবারের লোকজনের মন ভালো থাকবে ও নিজেদের মধ্যে বন্ধন দৃঢ় হবে এবং চলচ্চিত্র শিল্পটি বেঁচে থাকবে। তিনি মানুষের ভালবাসা নিয়ে এই অঙ্গনে চিরদিন বেঁচে থাকতে চান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

“নূরে আলম সিদ্দিকীর মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক”

অভিনয়ের মুগ্ধতা ছড়াচ্ছেন করবি জাহান নিতু

আপডেট টাইম ০৮:০৪:০৬ অপরাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩

বাদল চৌধুরী
মিডিয়ায় করবী জাহান নিতুর সরব উপস্থিতি দর্শকদের মন জয় করে নিয়েছে ইতোমধ্যে। অভিনয়ের মাধ্যমে মুগ্ধতা ছড়াচ্ছেন বর্তমান সময়ের নতুন মুখ নিতু। আইইউবির কম্পিউটার সাইন্সের শেষ বর্ষের ছাত্রী। তিনি পড়াশোনা ও অভিনয়ে যথেষ্ট মেধাবী। তার সাথে কথা বলেন দৈনিক মাতৃভূমি খবরের বার্তা সম্পাদক। তিনি অভিনয়ের জগতে মাত্র আট মাস। এরই মধ্যে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র আসামিতে অভিনয় করেছেন। চলচ্চিত্রটি এখন মুক্তির অপেক্ষায় রয়েছে। এছাড়া আটটি নাটকে ও দুটি ওটিটি প্লাটফর্মে কাজ করেছেন। ছোটবেলা থেকে নাচ, গান, সংস্কৃতির নানা দিকগুলো তার ভালো লাগতো এই ভালোলাগা থেকেই অভিনয় জগতে আসা। পড়াশোনার ক্ষতি হবে বলে বাবা মা অভিনয় জগতে আসতে বারণ করেন। কিন্তু তিনি অভিনয় এত ভালোবাসেন যার জন্য পড়াশোনা ও অভিনয় একসাথে করতে পারবেন বলে বাবা মাকে বোঝাতে সক্ষম হয়েছেন । তার দৃঢ়চেতা মানসিকতা দেখে বাবা-মা অভিনয় করতে সম্মতি দেন। তার প্রিয় মানুষ-মা, প্রিয় অভিনেতা-নায়ক আলমগীর, প্রিয় অভিনেত্রী- শাবনূর, খাবার- যেকোন বাঙালি খাবার, শখ-সিনেমা দেখা, ট্রাভেলিং করা, গান-বাংলা যেকোন ব্রান্ডের গান। তার অভিনীত পছন্দের চরিত্র হলো ছদ্মবেশে সিআইডি অফিসার। সদ্য কলকাতা থেকে শুটিং শেষ করে ঢাকায় ফিরেছেন। ক্যামেরার সামনে যাওয়ার আগে তিনি পরিচালক সহকর্মীদের সাহায্যে কয়েকবার রিহার্সেল দেন যখন মনে হয় অভিনয়টি সঠিক হচ্ছে ঠিক তখনই ক্যামেরার সামনে তিনি আসেন। অভিনয়ের সর্বোচ্চটুকু দেওয়ার জন্য তিনি চেষ্টা করেন । তিনি অভিনয়ের মাধ্যমে মানুষকে ভালো কিছু উপহার দিতে চান। তিনি প্রচুর পরিশ্রমী ও দৃঢ়চেতা মানুষ। দর্শক ভাইবোনদের প্রতি তিনি আবেদন রেখে বলেন, আমাদের দেশে অনেক ভালো সামাজিক ছবি নির্মাণ হচ্ছে। আপনারা পরিবারের লোকজন নিয়ে ঘুরাঘুরি করার জন্য যখন বের হন তখন সময় করে একটু সিনেমা হলে গিয়ে ছবি দেখবেন তাতে পরিবারের লোকজনের মন ভালো থাকবে ও নিজেদের মধ্যে বন্ধন দৃঢ় হবে এবং চলচ্চিত্র শিল্পটি বেঁচে থাকবে। তিনি মানুষের ভালবাসা নিয়ে এই অঙ্গনে চিরদিন বেঁচে থাকতে চান।