ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
“মুক্তিযোদ্ধা সন্তান সংসদ প্রতিষ্ঠা বার্ষিকী পালন” ইন্দুরকানীতে দিনব্যাপী পারিবারিক পুষ্টি বাগান ও বস্তায় আদা চাষ বিষয়ক প্রশিক্ষণ চট্টগ্রামে সড়ক অবরোধ করে চুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ, ক্লাস-পরীক্ষা বর্জন … লালমনিরহাটে বৃষ্টির জন‍্য বিশেষ নামাজ আদায় মিছিল ও শোডাউন করায় মতলব উত্তর উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মানিক দর্জিকে শোকজ –গাইবান্ধা জেলার সাঘাটা এলাকায় স্বামী কর্তৃক স্ত্রী হত্যা মামলার পলাতক প্রধান আসামি শ্রী রুপেন দাশ’কে গ্রেফতার করেছে র‌্যাব । চন্দনাইশে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু ইষ্টার্ণ হাউজিংয়ে সংবাদ সংগ্রহ করতে যাওয়ায় সাংবাদিকদের উপর হামলা গাইবান্ধার গোবিন্দগঞ্জে কোরআন শরিফ অবমাননা করায় মানববন্ধন রাঙ্গুনিয়ায় সড়ক দূর্ঘটনার চুয়েটের দুই শিক্ষার্থীর মৃত্যু

লক্ষ্মীপুরে ব্যাপক ফলের সমাহার দেখা যায় সমাজসেবক রেজাউল হক রানা,র মেঘনা বিলাসে

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি : আমজাদ হোসেন । লক্ষ্মীপুর পৌর ২নং ওয়ার্ডের মেঘনা রোডে অবস্থিত বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী, সম্ভ্রান্ত পরিবারের সন্তান  রেজাউল হক রানা,র  ৩ একর জমিতে শখের বসে ফল গাছ রোপন করেন, আর সে গাছ গুলো এখন জৈষ্ঠ্যমাসে ফলন দিতে ব্যাস্ত সময় পার করছে । ফল গুলোর মধ্যে আম, কাঁঠাল, লিচু, মন্ডল, ডেউয়া, লেবু, কলা, আনারস, নারিকেল, সুপারি, আমলকি, আমড়া, কামরাঙা,  গাব, কমলা, ডালিম, আতা, জাম, জলপাই, পেয়ারা, জাম্বুরা সহ আরো অনেক ফল গাছে দেখা যায় । দেখে যেন মনে হয় রানা,র মেঘনা বিলাস বাড়িতে  জৈষ্ঠ্য মাসের ফলের মেলা বসেছে । গাছে গাছে জুলসে জৈষ্ঠ্য মাসের ফল । ফলের সমাহার, ফুলের সমাহার, দেখে কার না মন কাড়ে  । সাধারণত আমাদের বাংলাদেশে জৈষ্ঠ্যমাস কে মধুমাস বলা হয়ে থাকে , এ মধুমাসে রানা,র মেঘনা বিলাস বাগান বাড়িতে সুস্বাদু ফরমালিন মুক্ত ফলের মেলার সমাহার সত্যি প্রশংসার দাবীদার । রেজাউল হক রানা ছোটকাল থেকে বৃক্ষ প্রেমিক, নিজের আপনজনের মতো বৃক্ষকে খুব যত্ন করতেন, তাই তার এ সাফল্য ৷ মধুমাসে একই বাড়িতে এতো রকমের ফল দেখে সত্যি ভালো লাগার অদ্ভুত বিষয় । বর্তমান যে সময়, এ সময়টাতে সবাই ফরমালিন মুক্ত ফল চায়, আর এ ফরমালিন মুক্ত ফল দেখা যায় শিক্ষানুরাগী রেজাউল হক রানা,র মেঘনা রোডের মেঘনা বিলাস এর বাগান বাড়িতে ৷ ব্যাপক ফলের সমাহারের বিষয়ে মেঘনা বিলাস এর মালিক রেজাউল হক রানা,র কাছে জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশ কৃষি নির্ভর দেশ, এ দেশে যতো বৃক্ষ রোপণ করা যাবে ততই এগিয়ে যাবে সামনের দিকে । বৃক্ষ মানুষকে ফুল দিয়ে, ফল দিয়ে, শাখা দিয়ে মানুষের উপকার করে ৷ পরের সেবা করেই বৃক্ষের জীবন ধন্য । বৃক্ষের দিকে তাকালে জীবনের মানে বুঝা যায় । মহামারী করোনা ভাইরাসে সবাই বেশী বেশী ভিটামিন ফরমালিন মুক্ত ফলমূল খাবেন, দূরত্ব বজায় রেখে সবাই চলাফেরা করবেন । সুস্থ থাকতে সবাই ঘরে থাকুন, বিনা প্রয়োজনে কেউ ঘর থেকে বের হবেন না ।  আমাদের সবার উচিৎ হবে করোনার এ সময়টাকে নিজকে বৃক্ষ রোপণের মাধ্যমে বিলিয়ে দেওয়া । সবাই বেশী করে বৃক্ষ রোপণ করবো, এবং, বৃক্ষের মাধ্যমে নিজেদের সপ্নগুলোকে বাস্তবায়ন করবো । আমি সফল হয়েছি, আপনারাও হবেন । তাই সবার কাছে আমার অনুরোধ, এক দিকে বর্ষাকাল, আরেক দিকে করোনা ।  এখুনি সবার সময়, গাছ লাগান, পরিবেশ বাঁচান ।

Tag :

জনপ্রিয় সংবাদ

“মুক্তিযোদ্ধা সন্তান সংসদ প্রতিষ্ঠা বার্ষিকী পালন”

লক্ষ্মীপুরে ব্যাপক ফলের সমাহার দেখা যায় সমাজসেবক রেজাউল হক রানা,র মেঘনা বিলাসে

আপডেট টাইম ১০:৫০:২০ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২০

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি : আমজাদ হোসেন । লক্ষ্মীপুর পৌর ২নং ওয়ার্ডের মেঘনা রোডে অবস্থিত বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী, সম্ভ্রান্ত পরিবারের সন্তান  রেজাউল হক রানা,র  ৩ একর জমিতে শখের বসে ফল গাছ রোপন করেন, আর সে গাছ গুলো এখন জৈষ্ঠ্যমাসে ফলন দিতে ব্যাস্ত সময় পার করছে । ফল গুলোর মধ্যে আম, কাঁঠাল, লিচু, মন্ডল, ডেউয়া, লেবু, কলা, আনারস, নারিকেল, সুপারি, আমলকি, আমড়া, কামরাঙা,  গাব, কমলা, ডালিম, আতা, জাম, জলপাই, পেয়ারা, জাম্বুরা সহ আরো অনেক ফল গাছে দেখা যায় । দেখে যেন মনে হয় রানা,র মেঘনা বিলাস বাড়িতে  জৈষ্ঠ্য মাসের ফলের মেলা বসেছে । গাছে গাছে জুলসে জৈষ্ঠ্য মাসের ফল । ফলের সমাহার, ফুলের সমাহার, দেখে কার না মন কাড়ে  । সাধারণত আমাদের বাংলাদেশে জৈষ্ঠ্যমাস কে মধুমাস বলা হয়ে থাকে , এ মধুমাসে রানা,র মেঘনা বিলাস বাগান বাড়িতে সুস্বাদু ফরমালিন মুক্ত ফলের মেলার সমাহার সত্যি প্রশংসার দাবীদার । রেজাউল হক রানা ছোটকাল থেকে বৃক্ষ প্রেমিক, নিজের আপনজনের মতো বৃক্ষকে খুব যত্ন করতেন, তাই তার এ সাফল্য ৷ মধুমাসে একই বাড়িতে এতো রকমের ফল দেখে সত্যি ভালো লাগার অদ্ভুত বিষয় । বর্তমান যে সময়, এ সময়টাতে সবাই ফরমালিন মুক্ত ফল চায়, আর এ ফরমালিন মুক্ত ফল দেখা যায় শিক্ষানুরাগী রেজাউল হক রানা,র মেঘনা রোডের মেঘনা বিলাস এর বাগান বাড়িতে ৷ ব্যাপক ফলের সমাহারের বিষয়ে মেঘনা বিলাস এর মালিক রেজাউল হক রানা,র কাছে জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশ কৃষি নির্ভর দেশ, এ দেশে যতো বৃক্ষ রোপণ করা যাবে ততই এগিয়ে যাবে সামনের দিকে । বৃক্ষ মানুষকে ফুল দিয়ে, ফল দিয়ে, শাখা দিয়ে মানুষের উপকার করে ৷ পরের সেবা করেই বৃক্ষের জীবন ধন্য । বৃক্ষের দিকে তাকালে জীবনের মানে বুঝা যায় । মহামারী করোনা ভাইরাসে সবাই বেশী বেশী ভিটামিন ফরমালিন মুক্ত ফলমূল খাবেন, দূরত্ব বজায় রেখে সবাই চলাফেরা করবেন । সুস্থ থাকতে সবাই ঘরে থাকুন, বিনা প্রয়োজনে কেউ ঘর থেকে বের হবেন না ।  আমাদের সবার উচিৎ হবে করোনার এ সময়টাকে নিজকে বৃক্ষ রোপণের মাধ্যমে বিলিয়ে দেওয়া । সবাই বেশী করে বৃক্ষ রোপণ করবো, এবং, বৃক্ষের মাধ্যমে নিজেদের সপ্নগুলোকে বাস্তবায়ন করবো । আমি সফল হয়েছি, আপনারাও হবেন । তাই সবার কাছে আমার অনুরোধ, এক দিকে বর্ষাকাল, আরেক দিকে করোনা ।  এখুনি সবার সময়, গাছ লাগান, পরিবেশ বাঁচান ।