ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রাকৃতিক দুর্যোগে বাস্তুচ্যুত মানুষের শহরে অভিবাসন ও জীনবমান নিয়ে মতবিনিময় সভায় অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় আ: লীগ নেতার মৃত্যুতে পররাষ্ট্র মন্ত্রীর শোক বরিশালে বৃষ্টি কামনায় নামাজ আদায়। রুপগঞ্জ শীতলক্ষ্যা নদী থেকে এক দুর্ধর্ষ ডাকাত ওমর ফারুক গ্রেফতার বানারীপাড়ায় কিশোরী অপহরণ করে ধর্ষণ। বাকেরগঞ্জ থেকে ধর্ষক গ্রেফতার। “কোলোরেক্টাল ক্যান্সার সচেতনতা ফোরামের আয়োজন করেছে এভারকেয়ার হসপিটাল ঢাকা” বরিশালে পথ শিশুদের সহযোগিতায় কোতোয়ালি মডেল থানা পুলিশ। গজারিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান দুই প্রতিষ্ঠান কে অর্থদন্ড টেকপাড়া ও ইয়াকুব নগরের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্হদের মাঝে নগর অর্থ ও বস্ত্র বিতরণ বাস ও ফুটওভার ব্রিজ মুখোমুখি সংঘর্ষ

মতলব উত্তরে যুবলীগ নেতার বাড়িতে হামলা : আইনজীবিসহ ৩ জন আহত

মতলব উত্তর প্রতিনিধি ॥
চাঁদপুরের মতলব উত্তরে প্রতিপক্ষের হামলায় ঢাকা বারের আইনজীবী অ্যাডভোকেট ওসমান গনি, তার ভাবি নিলুফা আক্তার, ভাই কাউছার ও ভগ্নিপতি হাবিব মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। গুরুত্বর আহত অবস্থায় তাদেরকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মতলব দক্ষিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত ডাক্তার তাদের অবস্থা আশংকাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য কাউছার ও হাবীবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং এডভোকেট ওসমান গনি ও নিলুফা আক্তারকে চাঁদপুর জেনারেল হাসপাতালে রেফার করেন। এ ঘটনায় ফতেপুর পূর্ব ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল হাছানাত বেপরীর স্ত্রী নিলুফা বাদী হয়ে মতলব উত্তর থানায় মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ফতেপুর পূর্ব ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল হাছানাত বেপরীর সাথে পূর্ব শত্রুতার স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী তার দলবল নিয়া আবুল হাছানাত বেপারীকে বিগত ১৮/০১/২০ তারিখে হত্যাচেষ্টা করিলে তার স্ত্রী নিলুফা বেগম বাদী হয়ে চাঁদপুর আদালতে সি.আর- ১৪/২০ মামলা দায়ের করেন। ওই মামলার বিবাদীরা উক্ত মামলায় জামিনে এসে ওই জেড় ধরে গত শুক্রবার (৬ মার্চ) সকালে চেয়ারম্যান আজমল চৌধুরীর নির্দেশে ও উপস্থিতিতে ফতেপুরের মিজান মৃধা, আলম, আর্শাদ প্রধান, মফিজল, রাসেল সরকার, মুক্তার হোসেন, আরিফ, খবির, আশিক, মতিন ও কাশেম প্রধানসহ আরো ২০-৩০ জন আবুল হাছানাতকে হত্যার উদ্দেশ্য তুলে আনতে বাড়িতে মহড়া দেয়। তাকে না পেয়ে তার ৭ম শ্রেণীতে পড়ুয়া কিশোরপুত্র তামিমকে তুলে নেওয়ার উদ্দেশ্যে টানা হেঁচড়া করে।
আবুল হাসানাত কান্নাজড়িত কন্ঠে বলেন, বাড়ীতে আমাকে না পেয়ে আমার ভাই অ্যাডভোকেট ওসমান গনিসহ অন্যান্য লোকজনকে মেরে বক্তাক্ত জখম করে তারা। আমাকে উঠিয়ে নিয়ে হত্যা করবে এবং বাড়ি ঘর জ¦ালিয়ে দিবে বলে হুমকি দেয়। পরে আমার স্ত্রী নিলুফা বেগমের ডাক চিৎকারে গ্রামবাসী ছুটে এসে তাদেরকে প্রাণ বাঁচায় এবং আশংকাজনক অস্থায় হাসপাতালে প্রেরণ করে। আজকে আমি দলীয় লোকের হাতে নির্যাতনের শিকার হয়েছি। আমি উর্ধতন নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করছি। হাসানাতের স্ত্রী নিলুফা জানান, তারা দল বেঁধে আমাদের বাড়িতে এসে হামলা দেয়। ডাক চিৎকার দিলে আশপাশের লোকজন এসে বাঁধা দিলে তাদেরকে অনেক মারধর করেছে।
এ ব্যাপারে চেয়ারম্যানের সাথে যোগাযোগের চেষ্টায় তার মোবাইলে ফোন করলে মোবাইলটি বন্ধ পাওয়ায় তার কোন প্রতিক্রিয়া জানা যায়নি।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দিন মৃধা বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

জনপ্রিয় সংবাদ

প্রাকৃতিক দুর্যোগে বাস্তুচ্যুত মানুষের শহরে অভিবাসন ও জীনবমান নিয়ে মতবিনিময় সভায় অনুষ্ঠিত

মতলব উত্তরে যুবলীগ নেতার বাড়িতে হামলা : আইনজীবিসহ ৩ জন আহত

আপডেট টাইম ০৯:৫০:৫৭ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২০

মতলব উত্তর প্রতিনিধি ॥
চাঁদপুরের মতলব উত্তরে প্রতিপক্ষের হামলায় ঢাকা বারের আইনজীবী অ্যাডভোকেট ওসমান গনি, তার ভাবি নিলুফা আক্তার, ভাই কাউছার ও ভগ্নিপতি হাবিব মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। গুরুত্বর আহত অবস্থায় তাদেরকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মতলব দক্ষিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত ডাক্তার তাদের অবস্থা আশংকাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য কাউছার ও হাবীবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং এডভোকেট ওসমান গনি ও নিলুফা আক্তারকে চাঁদপুর জেনারেল হাসপাতালে রেফার করেন। এ ঘটনায় ফতেপুর পূর্ব ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল হাছানাত বেপরীর স্ত্রী নিলুফা বাদী হয়ে মতলব উত্তর থানায় মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ফতেপুর পূর্ব ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল হাছানাত বেপরীর সাথে পূর্ব শত্রুতার স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী তার দলবল নিয়া আবুল হাছানাত বেপারীকে বিগত ১৮/০১/২০ তারিখে হত্যাচেষ্টা করিলে তার স্ত্রী নিলুফা বেগম বাদী হয়ে চাঁদপুর আদালতে সি.আর- ১৪/২০ মামলা দায়ের করেন। ওই মামলার বিবাদীরা উক্ত মামলায় জামিনে এসে ওই জেড় ধরে গত শুক্রবার (৬ মার্চ) সকালে চেয়ারম্যান আজমল চৌধুরীর নির্দেশে ও উপস্থিতিতে ফতেপুরের মিজান মৃধা, আলম, আর্শাদ প্রধান, মফিজল, রাসেল সরকার, মুক্তার হোসেন, আরিফ, খবির, আশিক, মতিন ও কাশেম প্রধানসহ আরো ২০-৩০ জন আবুল হাছানাতকে হত্যার উদ্দেশ্য তুলে আনতে বাড়িতে মহড়া দেয়। তাকে না পেয়ে তার ৭ম শ্রেণীতে পড়ুয়া কিশোরপুত্র তামিমকে তুলে নেওয়ার উদ্দেশ্যে টানা হেঁচড়া করে।
আবুল হাসানাত কান্নাজড়িত কন্ঠে বলেন, বাড়ীতে আমাকে না পেয়ে আমার ভাই অ্যাডভোকেট ওসমান গনিসহ অন্যান্য লোকজনকে মেরে বক্তাক্ত জখম করে তারা। আমাকে উঠিয়ে নিয়ে হত্যা করবে এবং বাড়ি ঘর জ¦ালিয়ে দিবে বলে হুমকি দেয়। পরে আমার স্ত্রী নিলুফা বেগমের ডাক চিৎকারে গ্রামবাসী ছুটে এসে তাদেরকে প্রাণ বাঁচায় এবং আশংকাজনক অস্থায় হাসপাতালে প্রেরণ করে। আজকে আমি দলীয় লোকের হাতে নির্যাতনের শিকার হয়েছি। আমি উর্ধতন নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করছি। হাসানাতের স্ত্রী নিলুফা জানান, তারা দল বেঁধে আমাদের বাড়িতে এসে হামলা দেয়। ডাক চিৎকার দিলে আশপাশের লোকজন এসে বাঁধা দিলে তাদেরকে অনেক মারধর করেছে।
এ ব্যাপারে চেয়ারম্যানের সাথে যোগাযোগের চেষ্টায় তার মোবাইলে ফোন করলে মোবাইলটি বন্ধ পাওয়ায় তার কোন প্রতিক্রিয়া জানা যায়নি।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দিন মৃধা বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে।