ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রেস বিজ্ঞপ্তি (২০ এপ্রিল ২০২৪ ) —————————————- ১৫ দিনের ঈদযাত্রায় ২৯৪ প্রাণের মৃত্যুমিছিল : সেভ দ্য রোড চন্দনাইশে বীর মুক্তিযোদ্ধা মো. আবুল বশর ভূঁইয়া পরিষদের ঈদ পুনমিলনী অনুষ্ঠিত ফরিদপুর জেলার মধুখালিতে “শ্যালিকার সঙ্গে পরকীয়ার জেরে দুলাভাইকে নৃশংসভাবে হত্যা” শীর্ষক চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক প্রধান আসামি আশারুল শেখ এবং তার প্রধান সহযোগী ইলিয়াস শেখ ও খায়রুল শেখ’কে ফরিদপুরের ভাঙ্গা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০। রাঙ্গুনিয়ায় নববর্ষ বৈশাখী উৎসবে জলকেলি ও বলি খেলা অনুষ্ঠিত হয়েছে বেলখাইন স্পোটিং ক্লাবের অলনাইট ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল সম্পন্ন বগুড়ায় চাঞ্চ্যল্যকর শিশু বন্ধনকে গলাকেটে হত্যার মূল রহস্য উদঘাটন গজারিয়ায় দুই ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলাম এর পক্ষে গনসংযোগ ও লিফলেট বিতরন প্রাণীসম্পদ প্রদর্শনী সেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান –অবৈধভাবে চাঁদা উত্তোলন করাকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৪ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। চট্টগ্রামে দুই চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে-২ ঘণ্টার কর্মবিরতির ঘোষণা বিএমএর

তরুণদের ক্ষুদ্র ব্যবসা শুরু করার আহ্বান প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক : তরুণদের উদ্দেশ‌্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পাস করার পর শুধু চাকরির পেছনে না ছুটে প্রশিক্ষণ ও ঋণ নিয়ে ক্ষুদ্র ব্যবসা শুরু করতে পারেন।

বুধবার (মার্চ ০৪) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় এসএমই পণ্য মেলা-২০২০ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আমরা কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে বিনাজামানতে ক্ষুদ্র ঋণ দিয়ে থাকি। ক্ষুদ্র উদ্যোক্তরা সেভাবে অর্থ নিতে পারেন। এসএমই ফাউন্ডেশন থেকেও ঋণ সুবিধা দেওয়া হচ্ছে।

ঋণে সুদের হার এক অঙ্কে নামিয়ে আনার বিষয়ে শেখ হাসিনা বলেন, ঋণে সুদের হার খুবই বেশি, সেই হার কমিয়ে আনারও উদ্যোগ নিয়েছি আমরা।  এ হার আমরা সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনতে চাচ্ছি।  যাতে করে উদ্যোক্তারা ঋণ নিয়ে তা সহজে বিনিয়োগ করতে পারে।  সেই সুবিধাটা আমরা সৃষ্টি করে দিচ্ছি।

দক্ষ জনশক্তি তৈরি প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, বাংলাদেশকে এতদিন সবাই শুধু সস্তা শ্রমের দেশ হিসেবে গণ্য করত। আপনার জানেন যে ইতোমধ্যে প্রশিক্ষণের ব্যবস্থা করেছি, শিক্ষার ব্যবস্থা করেছি।  আমরা চাচ্ছি যে দেশের মানুষ উপযুক্ত হয়ে গড়ে উঠুক।  যাতে আমাদের ওভাবে সস্তা শ্রমের দেশ হিসেবে আর মনে না করে।  আমাদের স্কিলড লেবার তৈরির পাশাপাশি দক্ষ জনশক্তি সৃষ্টি করতে হবে।  সে ব্যবস্থা আমরা নিয়েছি।

প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তি ব্যবহার ধীরে আরও বেড়ে যাচ্ছে। শ্রমঘন শিল্প থেকে এখন চতুর্থ শিল্প বিপ্লবের কথা আসছে।  সেখানেও দক্ষ জনশক্তি ব্যবহারের কথা আসছে।  সেখানে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করা সেখানেও ট্রেনিং ব্যাপার, আমরা সেদিকেও বিশেষ দৃষ্টি দিয়ে যাচ্ছি।

পণ্য উৎপাদন, বাজারজাত, নতুন বাজার সৃষ্টিসহ সব ক্ষেত্রে গবেষণার তাগিদ দিয়ে শেখ হাসিনা বলেন, এ ক্ষেত্রেও গবেষণার প্রয়োজন রয়েছে। গবেষণাটাও একান্তভাবে প্রয়োজন।  গবেষণার মধ্য দিয়ে আমরা যেন পণ্যচাহিদা, উৎপাদন, বাজারজাতকরণ নিশ্চিত করতে পারি।  সেটা আমরা করবো।

এসএমই ফাউন্ডেশনকে গবেষণায় গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়ে তিনি বলেন, আশা করি এসএমই ফাউন্ডেশন এ ব্যাপারেও একটা উদ্যোগ নেবে।

শেখ হাসিনা বলেন, নিজস্ব বাজার সৃষ্টি করতে হবে। সেই সঙ্গে সঙ্গে নতুন নতুন বাজার খুঁজতে করতে হবে।  কোথায় আমরা নতুন বাজার পেতে পারি, কোন দেশে কোন পণ্যের চাহিদা বেশি সেটা খুঁজে বের করা এবং ওই ধরনের পণ্য উৎপাদন করা।  সেই উদ্যোগ নিতে হবে।

এসএমই পণ্যে মান সম্পর্কে তিনি বলেন, বাংলাদেশের এসএমই খাতে উৎপাদিত অনেক পণ্য বিশ্বমানের। এগুলোর সঙ্গে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যও জড়িত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।  অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু।  অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ এসএমই উদ্যোক্তাদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন।  মেলায় সারাদেশ থেকে বাছাইকরা ৩০০ এসএমই প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

Tag :

জনপ্রিয় সংবাদ

প্রেস বিজ্ঞপ্তি (২০ এপ্রিল ২০২৪ ) —————————————- ১৫ দিনের ঈদযাত্রায় ২৯৪ প্রাণের মৃত্যুমিছিল : সেভ দ্য রোড

তরুণদের ক্ষুদ্র ব্যবসা শুরু করার আহ্বান প্রধানমন্ত্রীর

আপডেট টাইম ০২:৫৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২০
নিউজ ডেস্ক : তরুণদের উদ্দেশ‌্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পাস করার পর শুধু চাকরির পেছনে না ছুটে প্রশিক্ষণ ও ঋণ নিয়ে ক্ষুদ্র ব্যবসা শুরু করতে পারেন।

বুধবার (মার্চ ০৪) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় এসএমই পণ্য মেলা-২০২০ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আমরা কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে বিনাজামানতে ক্ষুদ্র ঋণ দিয়ে থাকি। ক্ষুদ্র উদ্যোক্তরা সেভাবে অর্থ নিতে পারেন। এসএমই ফাউন্ডেশন থেকেও ঋণ সুবিধা দেওয়া হচ্ছে।

ঋণে সুদের হার এক অঙ্কে নামিয়ে আনার বিষয়ে শেখ হাসিনা বলেন, ঋণে সুদের হার খুবই বেশি, সেই হার কমিয়ে আনারও উদ্যোগ নিয়েছি আমরা।  এ হার আমরা সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনতে চাচ্ছি।  যাতে করে উদ্যোক্তারা ঋণ নিয়ে তা সহজে বিনিয়োগ করতে পারে।  সেই সুবিধাটা আমরা সৃষ্টি করে দিচ্ছি।

দক্ষ জনশক্তি তৈরি প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, বাংলাদেশকে এতদিন সবাই শুধু সস্তা শ্রমের দেশ হিসেবে গণ্য করত। আপনার জানেন যে ইতোমধ্যে প্রশিক্ষণের ব্যবস্থা করেছি, শিক্ষার ব্যবস্থা করেছি।  আমরা চাচ্ছি যে দেশের মানুষ উপযুক্ত হয়ে গড়ে উঠুক।  যাতে আমাদের ওভাবে সস্তা শ্রমের দেশ হিসেবে আর মনে না করে।  আমাদের স্কিলড লেবার তৈরির পাশাপাশি দক্ষ জনশক্তি সৃষ্টি করতে হবে।  সে ব্যবস্থা আমরা নিয়েছি।

প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তি ব্যবহার ধীরে আরও বেড়ে যাচ্ছে। শ্রমঘন শিল্প থেকে এখন চতুর্থ শিল্প বিপ্লবের কথা আসছে।  সেখানেও দক্ষ জনশক্তি ব্যবহারের কথা আসছে।  সেখানে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করা সেখানেও ট্রেনিং ব্যাপার, আমরা সেদিকেও বিশেষ দৃষ্টি দিয়ে যাচ্ছি।

পণ্য উৎপাদন, বাজারজাত, নতুন বাজার সৃষ্টিসহ সব ক্ষেত্রে গবেষণার তাগিদ দিয়ে শেখ হাসিনা বলেন, এ ক্ষেত্রেও গবেষণার প্রয়োজন রয়েছে। গবেষণাটাও একান্তভাবে প্রয়োজন।  গবেষণার মধ্য দিয়ে আমরা যেন পণ্যচাহিদা, উৎপাদন, বাজারজাতকরণ নিশ্চিত করতে পারি।  সেটা আমরা করবো।

এসএমই ফাউন্ডেশনকে গবেষণায় গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়ে তিনি বলেন, আশা করি এসএমই ফাউন্ডেশন এ ব্যাপারেও একটা উদ্যোগ নেবে।

শেখ হাসিনা বলেন, নিজস্ব বাজার সৃষ্টি করতে হবে। সেই সঙ্গে সঙ্গে নতুন নতুন বাজার খুঁজতে করতে হবে।  কোথায় আমরা নতুন বাজার পেতে পারি, কোন দেশে কোন পণ্যের চাহিদা বেশি সেটা খুঁজে বের করা এবং ওই ধরনের পণ্য উৎপাদন করা।  সেই উদ্যোগ নিতে হবে।

এসএমই পণ্যে মান সম্পর্কে তিনি বলেন, বাংলাদেশের এসএমই খাতে উৎপাদিত অনেক পণ্য বিশ্বমানের। এগুলোর সঙ্গে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যও জড়িত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।  অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু।  অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ এসএমই উদ্যোক্তাদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন।  মেলায় সারাদেশ থেকে বাছাইকরা ৩০০ এসএমই প্রতিষ্ঠান অংশ নিয়েছে।