ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
–অবৈধভাবে চাঁদা উত্তোলন করাকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৪ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। চট্টগ্রামে দুই চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে-২ ঘণ্টার কর্মবিরতির ঘোষণা বিএমএর হকার আর যত্রতত্র আবর্জনা কমাতে অভিযানের ঘোষণা মেয়র রেজাউলের রামগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৪ অনুষ্ঠিত। অনার্স ফাইনাল পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন গজারিয়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে দিনভর গনসংযোগ ও লিফলেট বিতরন গজারিয়ায় নারী উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত পুলিশের বিশেষ অভিযানে ভয়ঙ্কর ডাকাত সর্দার মামুন গ্রেফতার বগুড়ায় অবকাশ হোটেলে অবৈধ কাজে লিপ্ত থাকার অভিযোগে ৯ জন খরিদ্দারকে দুই দিনের কারাদণ্ড দিলেন আদালত নানা বাড়ি বেড়াতে এসে নদীতে ডুবে কিশোর কিশোরীর মৃত্যু

আবাসিকে মিলছে গ্যাস সংযোগ(পাইপ লাইনের মাধ্যমে)

মোঃফরহাদ হোসেন ধামরাই (ঢাকা)প্রতিনিধিঃ

 বার বার বন্দ রাখার পর আবার খুলছে আবাসিক গ্যাস সংযোগ। মাননীয় প্রধানমন্ত্রী মৌখিক ভাবে সম্মতি জানিয়েছেন। কয়েক মাসের   মধ্যেই১টি কর্ম  পদ্ধতির মাধ্যমে সংযোগ পক্রিয়া শুরুর চিন্তা চলছে। জালানী  ও খনিজ সম্পদ বিভাগ  ইহা  বলেছে।২০০৯ সালের ২১ জুলাই থেকে শিল্প ও বানিজ্যিক নতুন গ্যাস সংযোগ পক্রিয়া বন্ধ  করা হয়

 এর পর২০১০ সালের ১৩জুলাই থেকে আবাসিকও নতুন সংযোগ বন্ধ করা হয়। প্রায় ৩ বছর সংযোগ  পক্রিয়া বন্ধ রাখার পর ২০১৩ সালের ৭মে আবাসিকে সংযোগ দেওয়া শুরু করে।  মাএ ২ বছরের মতো চালু রেখে ২০১৫ সালে   তা আবার   বন্ধ করে দেয়।সারাদেশে পেট্রোবাংলার ৬টি শাখা গ্যাস বিক্রি করে।  এগুলো হলো তিতাস, কণফুলী, জালালাবাদ, বাখরাবাদ, সুন্দরবন, পচিমানল গ্যাস কোম্পানী।  দেশে মোট ৩৮ লাখ আবাসিক গ্রাহকের মধ্যেে ঢাকা, মানিকগঞ্জ,নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ,গাজীপুর, টাঙাইল,ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নরসিংদী, নেএকোনা ও কিশোরগঞ্জে মোট ২৭ লাখ গ্রাহকের কাছে গ্যাস বিক্রি করে তিতাস কোম্পানী।আবাসিক সংযোগ চালুর বিষয়েে জালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মোঃআনিসুর রহমান ১লা জুলাই বলেন,এসব নিয়ে বিচার  বিস্লেষণ  চলছে। এরপর আামারা চুড়ান্ত   সিদ্ধান্তে  যাব।  সংযোগের  মেএে কী পরিমাণ গ্যাস লাগবে,কতজনকে গ্যাস দিতে পারব, কী পরিমাণ গ্যাস মজুদ আছে।এগুলো বিবেচনা করে আমাদের সিদ্ধান্ত নিতে হবে  । সচিব মহোদয় আরো বলেন,এগুলো নিয়ে হাইকোটে মামলা মোকদ্দমা ও হয়েছে।  এ বিষয়ে অডারও আছে। সিনিয়র সচিব মহোদয় বলেন আমরা হয়তো একসাথে সবাইকে গ্যাস দিতে পারব না, ধীরে ধীরে দেওয়া হবে।
Tag :

জনপ্রিয় সংবাদ

–অবৈধভাবে চাঁদা উত্তোলন করাকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৪ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

আবাসিকে মিলছে গ্যাস সংযোগ(পাইপ লাইনের মাধ্যমে)

আপডেট টাইম ০১:২১:১২ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২০

মোঃফরহাদ হোসেন ধামরাই (ঢাকা)প্রতিনিধিঃ

 বার বার বন্দ রাখার পর আবার খুলছে আবাসিক গ্যাস সংযোগ। মাননীয় প্রধানমন্ত্রী মৌখিক ভাবে সম্মতি জানিয়েছেন। কয়েক মাসের   মধ্যেই১টি কর্ম  পদ্ধতির মাধ্যমে সংযোগ পক্রিয়া শুরুর চিন্তা চলছে। জালানী  ও খনিজ সম্পদ বিভাগ  ইহা  বলেছে।২০০৯ সালের ২১ জুলাই থেকে শিল্প ও বানিজ্যিক নতুন গ্যাস সংযোগ পক্রিয়া বন্ধ  করা হয়

 এর পর২০১০ সালের ১৩জুলাই থেকে আবাসিকও নতুন সংযোগ বন্ধ করা হয়। প্রায় ৩ বছর সংযোগ  পক্রিয়া বন্ধ রাখার পর ২০১৩ সালের ৭মে আবাসিকে সংযোগ দেওয়া শুরু করে।  মাএ ২ বছরের মতো চালু রেখে ২০১৫ সালে   তা আবার   বন্ধ করে দেয়।সারাদেশে পেট্রোবাংলার ৬টি শাখা গ্যাস বিক্রি করে।  এগুলো হলো তিতাস, কণফুলী, জালালাবাদ, বাখরাবাদ, সুন্দরবন, পচিমানল গ্যাস কোম্পানী।  দেশে মোট ৩৮ লাখ আবাসিক গ্রাহকের মধ্যেে ঢাকা, মানিকগঞ্জ,নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ,গাজীপুর, টাঙাইল,ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নরসিংদী, নেএকোনা ও কিশোরগঞ্জে মোট ২৭ লাখ গ্রাহকের কাছে গ্যাস বিক্রি করে তিতাস কোম্পানী।আবাসিক সংযোগ চালুর বিষয়েে জালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মোঃআনিসুর রহমান ১লা জুলাই বলেন,এসব নিয়ে বিচার  বিস্লেষণ  চলছে। এরপর আামারা চুড়ান্ত   সিদ্ধান্তে  যাব।  সংযোগের  মেএে কী পরিমাণ গ্যাস লাগবে,কতজনকে গ্যাস দিতে পারব, কী পরিমাণ গ্যাস মজুদ আছে।এগুলো বিবেচনা করে আমাদের সিদ্ধান্ত নিতে হবে  । সচিব মহোদয় আরো বলেন,এগুলো নিয়ে হাইকোটে মামলা মোকদ্দমা ও হয়েছে।  এ বিষয়ে অডারও আছে। সিনিয়র সচিব মহোদয় বলেন আমরা হয়তো একসাথে সবাইকে গ্যাস দিতে পারব না, ধীরে ধীরে দেওয়া হবে।